ব্রিকসে ইন্দোনেশিয়ার সদস্যপদ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক
(last modified Wed, 29 Jan 2025 12:59:59 GMT )
জানুয়ারি ২৯, ২০২৫ ১৮:৫৯ Asia/Dhaka
  • রাশিয়ার কাজানে সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিকসের যুব নেতাদের পুরস্কার অনুষ্ঠান
    রাশিয়ার কাজানে সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিকসের যুব নেতাদের পুরস্কার অনুষ্ঠান

পার্সটুডে-'সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিকসের যুব নেতাদের পুরস্কার' অনুষ্ঠান ২৬ জানুয়ারী রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়েছে।

ব্রিকস এবং যুব নেতাদের পুরস্কার বিষয়ক সচিবালয় কাজানে অনুষ্ঠিত এ বছরের পুরস্কারের জন্য ৪০০ টিরও বেশি আবেদনপত্র পেয়েছে। এগুলোর মধ্যে উদ্যোক্তা, মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিবর্গ, গবেষক এবং পরিবেশবাদী কর্মীদের প্রতিনিধিরাও ছিলেন। আন্তর্জাতিক ব্রিকস টেলিভিশন নেটওয়ার্ক "টিভি ব্রিকস" এর উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ব্রাজিল, চীন, ইথিওপিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত-এই ১৩টি দেশের অংশগ্রহণকারীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

একাডেমি অফ ইয়ুথ ডিপ্লোম্যাসির সভাপতি দিলবার সাদিকোভা'র মতে, বিজয়ীদের নাম নির্ধারণ করা খুবই কঠিন কাজ ছিল।

'সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিকসের যুব নেতাদের পুরস্কার' অনুষ্ঠানে ইরানি প্রতিনিধি হাসনা সালিমি এবার তরুণ গবেষক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন। সালিমি তার বৈজ্ঞানিক ও গবেষণামূলক কাজের জন্য এই পুরষ্কার পেয়েছেন।

ব্রিকস ইন্টারন্যাশনাল টেলিভিশন নেটওয়ার্ক 'টিভি ব্রিকস'  একইসঙ্গে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ব্রিকস গ্রুপে ইন্দোনেশিয়ার পূর্ণ সদস্যপদ লাভ করা সম্পর্কে একটি রিপোর্ট করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে ইন্দোনেশিয়ার পূর্ণ সদস্যপদ লাভের ঘটনা এই গ্রুপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষজ্ঞদের মতে, এই গোষ্ঠীটি আন্তর্জাতিক ক্ষেত্রে তার অবস্থান শক্তিশালী করে যাচ্ছে। ব্রিকস অর্থনৈতিক ও জনসংখ্যাগত দিক থেকে সম্ভাবনায় গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি জোট। ৬ জানুয়ারী ইন্দোনেশিয়া ব্রিকস গ্রুপের পূর্ণ সদস্যপদ লাভ করেছে।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।