ইউক্রেনের শান্তি আলোচনার বিষয়ে মার্কিন প্রশাসনের ওপর চাপ সৃষ্টির আহ্বান জার্মানির
https://parstoday.ir/bn/news/world-i147310-ইউক্রেনের_শান্তি_আলোচনার_বিষয়ে_মার্কিন_প্রশাসনের_ওপর_চাপ_সৃষ্টির_আহ্বান_জার্মানির
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ইউক্রেনের শান্তি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১৭:২০ Asia/Dhaka
  • জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক
    জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ইউক্রেনের শান্তি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

পার্সটুডে অনুসারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, মার্কিন  যুক্তরাষ্ট্র যাতে ন্যাটোতে তার মিত্রদের পাশে দাঁড়ায় এবং ইউক্রেনের ওপর কোনো ধরনের অন্যায্য শান্তি চাপিয়ে না দেয় সেই জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে হবে।" জার্মান পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন যে কিয়েভের সম্মতি ছাড়া নিরাপত্তার গ্যারান্টির বিনিময়ে রাশিয়াকে ইউক্রেনীয় ভূখণ্ড দেওয়ার যেকোনো চুক্তি ব্যর্থ হবে। তিনি আরও বলেন, 'একটি মিথ্যা শান্তি যা আসলে ব্ল্যাকমেইল এবং আত্মসমর্পণ তা শান্তি নয় এবং এতে আরও সহিংসতা ও যুদ্ধের ক্ষেত্র তৈরি করে।'

রোসাটম: আমরা ইরানের সঙ্গে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনা করছি

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত রোসাটম কোম্পানির সিইও আলেক্সি লিখাচেভ বলেছেন যে ইরানে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য নির্ধারিত স্থান চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, "কোম্পানিটি ইরানে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে।" লিখাচেভ জোর দিয়ে বলেন: ইরান কেবল বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেই নয় বরং ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের ক্ষেত্রেও রোসাটমের সঙ্গে সহযোগিতা করতে চায়।

মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যানকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা চলার পর গতকাল শুক্রবার দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশের মুখ্য সামরিক নেতা বাছাইয়ের ক্ষেত্রে রাজনীতিকেই প্রাধান্য দিলেন তিনি।

বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়র। যুদ্ধবিমানের চার তারকাবিশিষ্ট পাইলট সি কিউ ব্রাউন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। তিনি আফ্রিকা বংশোদ্ভূত দ্বিতীয় কোনো মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। এখন সি কিউ ব্রাউনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমানবাহিনীর তিন তারকাবিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন। ইরাকে ছয় বছর আগে ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাতে তিনি নিজেকে তাঁর একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে সক্ষম হন।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের হামলা অব্যাহত থাকায় জাতিসংঘ উদ্বিগ্ন

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস পশ্চিম তীরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে এবং উত্তরে ইসরাইলে বাহিনীর চলমান অভিযান নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

গাজায় ইসরায়েলি শাসকগোষ্ঠী কর্তৃক যুদ্ধবিরতি চুক্তির ৩৫০টি লঙ্ঘন

শুক্রবার রাতে গাজায় ফিলিস্তিনি সরকারের তথ্য অফিস ঘোষণা করেছে যে ইহুদিবাদী শত্রু ৩৫০ বার চুক্তি লঙ্ঘন করেছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানবিক প্রোটোকলের বিধান বাস্তবায়নে বাধা প্রদান।#

পার্সটুডে/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।