আলোচনায় ইরানের রেড লাইন স্পষ্ট; সমতা ও সম্মান বজায় রাখতে হবে
https://parstoday.ir/bn/news/world-i149132-আলোচনায়_ইরানের_রেড_লাইন_স্পষ্ট_সমতা_ও_সম্মান_বজায়_রাখতে_হবে
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবার আহমাদিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনার বিষয়ে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন, হুমকি এবং চাপ গ্রহণযোগ্য নয়। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৯, ২০২৫ ১৯:৫০ Asia/Dhaka
  • আহমাদিয়ান
    আহমাদিয়ান

পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবার আহমাদিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনার বিষয়ে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন, হুমকি এবং চাপ গ্রহণযোগ্য নয়। 

ওমানের মধ্যস্থতায় চলতি বছরের ১২ এপ্রিল থেকে ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইসনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বৃহস্পতিবার তেহরানে আইআরজিসি কমান্ডারদের এক সম্মেলনে বলেছেন, চাপ এবং হুমকির মধ্যে সরাসরি আলোচনা যেমন অযৌক্তিক এবং অসম্মানজনক ঠিক তেমনি সমতা বজায় রেখে হুমকি ও চাপমুক্ত আলোচনা বুদ্ধিদীপ্ত এবং সম্মানজনক।

এই অঞ্চলের নানা ঘটনাবলীর প্রতি ইঙ্গিত করে আহমাদিয়ান বলেন, প্রতিরোধ ফ্রন্ট পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের চাহিদা অনুযায়ী আবারও শক্তি জোরদার করে বিভিন্ন জাতির প্রকৃত শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং এখন তারা আগের চেয়েও বেশি শক্তিশালী।

ইরানের বিরুদ্ধে শত্রুদের অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন- শত্রুরা এখন ইরানের জনগণকে হতাশ করার চেষ্টা করছে, তারা সমাজে বিদ্যমান সমস্যাগুলোকে বড় করে তুলে ধরছে, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দুর্বলতাগুলো সামনে আনছে। একই সঙ্গে জনগণের সাথে কর্মকর্তাদের সম্পর্ক, কর্মকর্তার্দের নিজেদের মধ্যে সম্পর্ক এবং জনগণের নিজেদের মধ্যে বিভিন্ন শ্রেণীর মধ্যে বিরোধ উসকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।#  

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।