ট্রাম্পকে তিন আরব দেশের মিলিয়ন ডলারের উপহার, গাজা প্রশ্নে নীরবতা
https://parstoday.ir/bn/news/world-i149320-ট্রাম্পকে_তিন_আরব_দেশের_মিলিয়ন_ডলারের_উপহার_গাজা_প্রশ্নে_নীরবতা
পার্স টুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনটি আরব দেশ সফর করেছেন। এ নিয়ে তীব্র সমালোচনা করেছেন মিশরের বিশ্লেষকরা। তারা বলেছেন, ট্রাম্পকে বিনামূল্যে অর্থ, উপহার ও বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু গাজায় যুদ্ধ বন্ধের কোনো দাবি তোলা হয়নি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৭, ২০২৫ ১৬:৪৯ Asia/Dhaka
  • আরব আমিরাতের প্রেসিডেন্ট-এর কাছ থেকে উপহার নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    আরব আমিরাতের প্রেসিডেন্ট-এর কাছ থেকে উপহার নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্স টুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনটি আরব দেশ সফর করেছেন। এ নিয়ে তীব্র সমালোচনা করেছেন মিশরের বিশ্লেষকরা। তারা বলেছেন, ট্রাম্পকে বিনামূল্যে অর্থ, উপহার ও বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু গাজায় যুদ্ধ বন্ধের কোনো দাবি তোলা হয়নি।

পার্স টুডে'র রিপোর্টে বলা হয়েছে, কায়রো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ামানি আল-খোলি শুক্রবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ও সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের দেওয়া বিপুল মূল্যের উপহারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ইয়ামানি আল-খোলি বলেন, "ইতিহাসে কোনো দেশ কখনও মার্কিন প্রেসিডেন্টকে এত বড় অঙ্কের উপহার বা ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ দেয়নি—এমনকি বিশ্বযুদ্ধের সময়েও না।"

মিশরীয় অর্থনীতিবিদ হানি তৌফিকও আরব নেতাদের ট্রাম্পের প্রতি অতিরিক্ত আগ্রহ ও প্রতিযোগিতামূলকভাবে বিপুল বিনিয়োগের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, "ইসরাইলের গাজা হামলা বন্ধে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, যা অত্যন্ত নিন্দনীয়।" তিনি আরব নেতাদের উদ্দেশে বলেন, "এটি এমন একটি অপরাধ, যা ঐতিহাসিকভাবে নিন্দিত হবে এবং তার আগে আল্লাহর কাছেও আপনাদের জবাবদিহি করতে হবে।"

মিশরের সাবেক অর্থনীতি ও কায়রো বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন আলিয়া আল-মাহদি প্রশ্ন তোলেন—"এসব উপহার ও অর্থ আমেরিকা এবং তার প্রেসিডেন্টকে দেওয়ার ফল কী?" তিনি বলেন, প্রকৃত নেতা জনগণের সমর্থনে কাজ করেন এবং দেশের সুশাসনের ওপর গুরুত্ব দেন।

মিশরের সাবেক কূটনীতিক ফাওজি আল-আশমাওয়ি ক্ষোভ প্রকাশ করে বলেন, আরব দেশগুলো চাইলেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারত, চুক্তি বাতিল করতে পারত কিংবা আমেরিকায় বিনিয়োগ বন্ধ করতে পারত। কিন্তু তারা তা না করায় গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে।

মিশরীয় বিশ্লেষক কামাল হাবিব ট্রাম্পের সফরের ঘটনাকে আরব নেতাদের আমেরিকার প্রতি আত্মসমর্পণ বলে অভিহিত করেন। তিনি বলেন, "এটি কেবল অর্থনৈতিক চুক্তি বা বাণিজ্যিক সহযোগিতা নয়, বরং আমেরিকার কাছে প্রকাশ্য আত্মসমর্পণ।"

 ট্রাম্পের সফরে আয়োজিত জমকালো স্বাগত অনুষ্ঠান, মূল্যবান উপহার ও মিডিয়া প্রচারণার কথা উল্লেখ করে কামাল হাবিব বলেন, "এই তিন দেশ গাজায় যুদ্ধ বন্ধের কোনো দাবি জানায়নি, যা অত্যন্ত দুঃখজনক।"

তিনি জোর দিয়ে বলেন, "গাজা বিক্রির জন্য নয়—এটি যেকোনো জুলুমকারীর গলায় কাঁটার মতো থাকবে।" #

পার্সটুডে/এমএআর/১৬