ইরানের ফাঁসকৃত নথিতে আইএইএ প্রধানের সঙ্গে ইসরাইলের গোপন যোগাযোগের প্রমাণ
https://parstoday.ir/bn/news/world-i149884-ইরানের_ফাঁসকৃত_নথিতে_আইএইএ_প্রধানের_সঙ্গে_ইসরাইলের_গোপন_যোগাযোগের_প্রমাণ
ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে পরিচালিত যুগান্তকারী সাইবার ও মাঠ পর্যায়ের অভিযানের গোপন নথি প্রকাশ করতে শুরু করেছে ইরান। এতে ইসরাইলের সঙ্গে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ)  প্রধান রাফায়েল গ্রোসির আওতাবহির্ভুত বিষয়ে যোগাযোগের প্রমাণ রয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১২, ২০২৫ ১৯:০২ Asia/Dhaka
  • ইরানের ফাঁসকৃত নথিতে আইএইএ প্রধানের সঙ্গে ইসরাইলের গোপন যোগাযোগের প্রমাণ

ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে পরিচালিত যুগান্তকারী সাইবার ও মাঠ পর্যায়ের অভিযানের গোপন নথি প্রকাশ করতে শুরু করেছে ইরান। এতে ইসরাইলের সঙ্গে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ)  প্রধান রাফায়েল গ্রোসির আওতাবহির্ভুত বিষয়ে যোগাযোগের প্রমাণ রয়েছে।

ইরানকে আনুষ্ঠানিকভাবে এনপিটি ভঙ্গের দায়ে অভিযুক্ত করার কয়েক ঘন্টার মধ্যে এসব ডকুমেন্ট প্রকাশ করা শুরু করল ইরান।

ফার্স নিউজ প্রকাশিত ছবিতে ইসরাইলের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগের কয়েকটি গুরুত্বপূর্ণ নথির কপি দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছে কিছু হিব্রু ও ইংরেজি ভাষায় ইমেইল আদান-প্রদান। একটি ওয়েবিনার পোস্টার এবং আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা'র মহাসচিব রাফায়েল গ্রোসিকে পাঠানো কূটনৈতিক চিঠিও রয়েছে। 

রাফায়েল গ্রোসি

বেশ কয়েকটি হিব্রু ভাষার ইমেইলে দেখা যাচ্ছে যে, ইসরাইলি একাডেমিক ও কূটনৈতিক মহল আন্তর্জাতিক সংস্থার (বিশেষ করে আইএইএ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়) সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে চলেছে।

একজন ইসরাইলি গবেষক বা প্রতিনিধির নাম Merav Zaki-Odus ও Eli Reing–এর উল্লেখ রয়েছে, যারা ওয়াশিংটন ইউনিভার্সিটি এবং Israel Institute-এর সঙ্গে যুক্ত। তারা ইরান ও ইসরাইলের পারমাণবিক শক্তি বিষয়ক আলোচনার জন্য আন্তর্জাতিক ওয়েবিনার ও গবেষণামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন।

ফাঁস হওয়া নথি

ওয়েবিনার ও সহযোগিতার প্রসঙ্গ:

একটি ওয়েবিনারের পোস্টার আছে যেখানে ইরান ও ইসরাইলের পারমাণবিক শক্তি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। শিরোনাম: Nuclear Energy in the Middle East: Israeli and Iranian Perspectives তারিখ: ১৭ নভেম্বরস্থান: Zoom ওয়েবিনার আয়োজক: Washington University, Israel Institute, Jewish Studies Program

আইএইএ বরাবর পাঠানো ইসরাইলি চিঠি:

ইসরাইল আইএইএ মহাসচিব রাফায়েল গ্রোসি-কে একটি চিঠি পাঠিয়েছে, যাতে পারমাণবিক নিরাপত্তা, ইরানের কার্যক্রম এবং আর্জেন্টিনার প্রতিনিধির মাধ্যমে কূটনৈতিক যোগাযোগের উল্লেখ রয়েছে।

ফাঁস হওয়া নথি

চিঠিতে পারমাণবিক সক্ষমতা ও অঞ্চলভিত্তিক চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে এবং ইসরাইলের পক্ষ থেকে কিছু দাবি ও উদ্বেগ জানানো হয়েছে।

একটি ইমেইলে হিব্রু ভাষায় লেখা হয়েছে, "পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরে আসা এবং ইরানের পারমাণবিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ইসরাইলের উদ্বেগ বাড়ছে। ইসরাইল মনে করে যে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং কোনো চুক্তিই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পারবে না।" এখানে আঞ্চলিক নিরাপত্তার উপর এর সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা করা হয়েছে।

ডান দিকের নিচের অংশে স্থান পাওয়া নথিটি জাতিসংঘের আনবিক শক্তি বিষয়ক একটি চিঠিতে 'পারমাণবিক শক্তি এবং মধ্যপ্রাচ্যে পারমাণবিক অপসারণ" নিয়ে আলোচনা করা হয়েছে। চিঠির প্রাপক 'জেনারেল জে.ই.আর. রাফায়েল মারিয়ানো গ্রসি' এবং এটি ভিয়েনায় আর্জেন্টিনার স্থায়ী মিশন এবং আইএইএ'র চেয়ারম্যানকে সম্বোধন করে লেখা। চিঠিতে আইএইএ এর আসন্ন একটি মিটিংয়ে পারমাণবিক শক্তি এবং মধ্যপ্রাচ্যের অপসারণের বিষয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

আইএইএ'র মহাসচিবের সঙ্গে চিঠিপত্র ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ইরানকে 'পারমাণবিক হুমকি' হিসেবে উপস্থাপন করার কৌশল লক্ষ্য করা যায়।#

পার্সটুডে/এমএআর/১২