ইহুদিবাদী কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস : ওয়াশিংটনের প্রতি তেলআবিবের অনুরোধ
https://parstoday.ir/bn/news/world-i149942-ইহুদিবাদী_কর্মকর্তাদের_বরাত_দিয়ে_অ্যাক্সিওস_ওয়াশিংটনের_প্রতি_তেলআবিবের_অনুরোধ
পার্সটুডে-আমেরিকার মিডিয়া আউটলেট অ্যাক্সিওস জানিয়েছে, তেল আবিব ইরানের ওপর হামলা চালিয়ে যাওয়ার জন্য আমেরিকাকে অংশ নিতে অনুরোধ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৫, ২০২৫ ১৮:৪৭ Asia/Dhaka
  • ইহুদিবাদী কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস : ওয়াশিংটনের প্রতি তেলআবিবের অনুরোধ
    ইহুদিবাদী কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস : ওয়াশিংটনের প্রতি তেলআবিবের অনুরোধ

পার্সটুডে-আমেরিকার মিডিয়া আউটলেট অ্যাক্সিওস জানিয়েছে, তেল আবিব ইরানের ওপর হামলা চালিয়ে যাওয়ার জন্য আমেরিকাকে অংশ নিতে অনুরোধ করেছে।

আমেরিকান মিডিয়া আউটলেট অ্যাক্সিওস রোববার সকালে দুই ইহুদিবাদী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লিখেছে: ইসরাইল গত ৪৮ ঘন্টা ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে এবং দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে বলে আসছে। পার্সটুডে আরও জানায় অ্যাক্সিওস জানিয়েছে: ইহুদিবাদী ইসরাইলের কাছে ইরানের ভূগর্ভস্থ ফোর্ডো পারমাণবিক স্থাপনাকে টার্গেট করার জন্য বাঙ্কার-ব্লাস্টার বোমা কিংবা বিশাল বোমারু বিমান নেই।

এই প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের হামলা থেকে নিজেকে দূরে রেখেছে। তাদের যুক্তি হলো যদি তারা যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে ইরান আমেরিকার লক্ষ্যবস্তুতে প্রতিশোধ নেবে।

ওয়াশিংটনের অনুমোদনের জন্য ইহুদিবাদীদের আশার মধ্যে, একজন ঊর্ধ্বতন আমেরিকান কর্মকর্তা বলেছেন: ওয়াশিংটন বর্তমানে ইসরাইলের অনুরোধ বিবেচনা করছে না।#