বিশ্বজুড়ে আলোচিত ১০ ঘটনা: ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে বেনিনের মুখোশ উৎসব
https://parstoday.ir/bn/news/world-i151058-বিশ্বজুড়ে_আলোচিত_১০_ঘটনা_ক্যালিফোর্নিয়ার_দাবানল_থেকে_বেনিনের_মুখোশ_উৎসব
পার্স টুডে: ক্যালিফোর্নিয়ার দাবানল, গাজার ধ্বংসস্তূপ, বেনিনের মুখোশ উৎসব থেকে চীনের রোবট কনসার্ট- গত সপ্তাহে বিশ্বমিডিয়ায় উল্লেখযোগ্য ১০ ঘটনা নিয়ে এই ফটো ফিচারটি তৈরি করা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস পরিবেশিত প্রতিটি ছবি বলছে আলাদা গল্প, দেখাচ্ছে আমাদের বৈচিত্র্যময় বিশ্বকে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৯, ২০২৫ ১৮:২২ Asia/Dhaka
  • অ্যাসোসিয়েটেড প্রেস: বেনিনের পোর্তো-নোভোতে মুখোশ উৎসব
    অ্যাসোসিয়েটেড প্রেস: বেনিনের পোর্তো-নোভোতে মুখোশ উৎসব

পার্স টুডে: ক্যালিফোর্নিয়ার দাবানল, গাজার ধ্বংসস্তূপ, বেনিনের মুখোশ উৎসব থেকে চীনের রোবট কনসার্ট- গত সপ্তাহে বিশ্বমিডিয়ায় উল্লেখযোগ্য ১০ ঘটনা নিয়ে এই ফটো ফিচারটি তৈরি করা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস পরিবেশিত প্রতিটি ছবি বলছে আলাদা গল্প, দেখাচ্ছে আমাদের বৈচিত্র্যময় বিশ্বকে।

আর্জেন্টিনায় দাবানল: সাল্টা এলাকায় বাসিন্দারা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
চীনের বেইজিংয়ে একটি রোবট স্টোরে সংগীত পরিবেশন করছে রোবটরা। বলা হচ্ছে, এটি বিশ্বের প্রথম মানবাকৃতি স্মার্ট রোবটের 4S শোরুম।
গাজায় ধ্বংসযজ্ঞ: ইসরায়েলের বিমান ও স্থল হামলায় ধ্বংসস্তূপের পেছনে সূর্যাস্ত।
বেনিনের রঙিন উৎসব: পোর্তো নোভোতে ঐতিহ্যবাহী মুখোশ উৎসবের আয়োজন।
আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে প্রতিবাদ চলাকালে এক প্রতিবন্ধী বিক্ষোভকারীকে ঘিরে ফেলেছে দাঙ্গা পুলিশ। পেনশন বৃদ্ধির বিরুদ্ধে বিতর্কিত ভেটোর প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয় 
বলিভিয়ার আধ্যাত্মিক রীতি: লা পাজের পবিত্র পাহাড়ে পাচামামা উৎসবে ফসলের ফলন বৃদ্ধির আশায় পোশাক পোড়াচ্ছেন। 
যুক্তরাষ্ট্রে দাবানল: ক্যালিফোর্নিয়ার হাসলি ক্যানিয়নে আগুন নেভাতে ব্যস্ত এক দমকলকর্মী।
তুরস্কের রোমান্টিক মুহূর্ত: ইস্তাম্বুলের গোল্ডেন হর্ন এলাকায় নবদম্পতিদের ফটোশুট।
 ইসরায়েলি বিক্ষোভ: গাজা যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে জেরুজালেমে ইহুদি বসতিস্থাপনকারীদের বিক্ষোভ।

পার্সটুডে/এমএআর/৯