ছবিতে বিশ্ব: ফিলিস্তিন থেকে ইরান—১০টি আলোড়ন সৃষ্টিকারী দৃশ্য
https://parstoday.ir/bn/news/world-i151066-ছবিতে_বিশ্ব_ফিলিস্তিন_থেকে_ইরান_১০টি_আলোড়ন_সৃষ্টিকারী_দৃশ্য
পার্সটুডে: গত কয়েক দিনে বিশ্বজুড়ে নানা প্রান্তে ঘটে গেছে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা, যা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে শুরু করে ইরানের জাতীয় সঙ্গীত অর্কেস্ট্রার পরিবেশনার ছবি সময়ের ইতিহাসকেই তুলে ধরেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১০, ২০২৫ ১৫:৩৬ Asia/Dhaka
  • অ্যাসোসিয়েটেড প্রেস: গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লিথুয়ানিয়ায় বিক্ষোভ
    অ্যাসোসিয়েটেড প্রেস: গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লিথুয়ানিয়ায় বিক্ষোভ

পার্সটুডে: গত কয়েক দিনে বিশ্বজুড়ে নানা প্রান্তে ঘটে গেছে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা, যা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে শুরু করে ইরানের জাতীয় সঙ্গীত অর্কেস্ট্রার পরিবেশনার ছবি সময়ের ইতিহাসকেই তুলে ধরেছে।

অ্যাসোসিয়েটেড প্রেস: সিঙ্গাপুরে জলক্রীড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ইরনা: অর্কেস্ট্রায় ইরানের জাতীয় সঙ্গীত
এএফপি: গ্রিসের এথেন্সে বন আগুন নেভাতে দমকল কর্মীদের প্রচেষ্টা
রয়টার্স: ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে লোটোবি লাকি-লাকি আগ্নেয়গিরি।
এএফপি: লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে ডাকা বিক্ষোভে পুলিশের হামলা।
Image Caption
রয়টার্স: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ফন্টাঙ্কা খালে প্যাডেলবোর্ড উৎসব।
মেহর নিউজ এজেন্সি: ইরানে ইসরায়েলি হামলায় শহীদ হওয়া ৪৭ শিশুর স্মরণে জনসমাবেশ।
রয়টার্স: জার্মানিতে একটি সুইমিং পুলে কুমির নিয়ে সাঁতার কাটছেন প্রাক্তন সার্কাস শিল্পী ক্রিস্টিন কাওলিস।

পার্সটুডে/এমএআর/১০