তেহরান-ইয়েরেভান সম্পর্ক জোরদার, নিউইয়র্কে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i151232-তেহরান_ইয়েরেভান_সম্পর্ক_জোরদার_নিউইয়র্কে_ইসরায়েলবিরোধী_বিক্ষোভ
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান এবং ইয়েরেভানের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি এবং অভিন্ন স্বার্থের মধ্যে নিহিত এবং এই সম্পর্ক কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৭, ২০২৫ ১৯:৫২ Asia/Dhaka
  • • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান এবং ইয়েরেভানের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি এবং অভিন্ন স্বার্থের মধ্যে নিহিত এবং এই সম্পর্ক কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

তেহরান-ইয়েরেভান সম্পর্ক জোরদার করার পাশাপাশি, পার্সটুডে-র এই সংবাদ পরিবেশনে ইউক্রেনের জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা, গাজা উপত্যকায় দুর্ভিক্ষের বিরুদ্ধে নিউইয়র্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ এবং অধিকৃত জেরুজালেমে উরুগুয়ে ইনোভেশন অফিস বন্ধের সমালোচনার বিষয়টি তুলে ধরা হবে:

কোনও শক্তি ইরান ও আর্মেনিয়ার মধ্যকার সহযোগিতারকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না: আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তেহরান এবং ইয়েরেভানের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি এবং অভিন্ন স্বার্থের মধ্যে নিহিত এবং এবং এই সম্পর্ক কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আর্মেনিয়া সফরের প্রাক্কালে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আর্মেনিয়ান মিডিয়া আর্মেনপ্রেসে প্রকাশিত একটি বিবন্ধে জোর দিয়ে বলেছেন যে কোনও শক্তি ইরান ও আর্মেনিয়ার মধ্যকার সহযোগিতারকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

ট্রাম্পের অবস্থান পিঠে ছুরি মারার মতো: ইউক্রেন

ইউক্রেনীয় কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের রাশিয়ার কাছে দোনবাস হস্তান্তরের প্রস্তাবকে "বিশ্বাসঘাতকতা" বলে বর্ণনা করেছেন। ফিনান্সিয়াল টাইমসের মতে, ইউক্রেনীয় সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন: "এটি একটি স্পষ্ট বিশ্বাসঘাতকতা এবং পিঠে ছুরি মারা; ট্রাম্প কেবল একটি দ্রুত চুক্তি খুঁজছেন।" নিউ ইয়র্ক টাইমস আরও বলেছে যে আলাস্কায় পুতিনের সাথে বৈঠকের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের কাছে একটি শান্তি প্রস্তাব দিয়েছেন যেখানে ইউক্রেনকে সমস্ত দোনবাস ছেড়ে দিতে হবে।

গাজা উপত্যকায় দুর্ভিক্ষের বিরুদ্ধে নিউ ইয়র্কে বিশাল বিক্ষোভ

গাজায় শিশুদের অনাহারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে। আল জাজিরা জানিয়েছে, হাজার হাজার মানুষ নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হয়ে "ইসরায়েলি ও আমেরিকার সৃষ্ট দুর্ভিক্ষ" এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এতে অংশগ্রহণকারীরা "গাজার শিশুদের খাওয়ান" এবং "ক্ষুধা নিবারণ করুন" প্রভৃতি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করছিল।

উরুগুয়ে অধিকৃত জেরুজালেমে তাদের অফিস বন্ধ করে দিয়েছে

উরুগুয়ের সরকার ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির জাতীয় গবেষণা সংস্থা এবং অধিকৃত জেরুজালেমে অবস্থিত ইসরায়েল বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত একটি সহযোগিতা চুক্তি বাস্তবায়ন স্থগিত করেছে এবং জেরুজালেমে তাদের গবেষণা সংক্রান্ত অফিস বন্ধ করে দিয়েছে। উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিনের মতে, পশ্চিম এশিয়ার ঘটনাবলী এবং ইসরায়েলি সেনাবাহিনীর গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উরুগুয়ে ইসরায়েলি মন্ত্রিসভার গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে বর্ণনা করেছে যা গাজা যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।#

পার্সটুডে/এমআরএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।