গুরুত্বপূর্ণ বিশ্ব-সংবাদ:
ককেশাস অঞ্চল সাইরাসের যুগ থেকেই ছিল ইরানের নিরাপত্তা-প্রান্ত: বেলায়েতি
-
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড: বেলায়েতি
পার্স টুডে - ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড: বেলায়েতি প্রাচীনকাল থেকেই ইরানের নিরাপত্তার ক্ষেত্রে ককেশাস অঞ্চলের বিশেষ গুরুত্বের কথা তুলে ধরেছেন।
ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে লিখেছেন: মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআনে যুল-কারনাইন নামক যে সম্রাটের প্রশংসা করা হয়েছে আল্লামা তাবাতাবাইয়ের মতো কোনো কোনো বিখ্যাত তাফসিরকারক বা ভাষ্যকাররা তাঁকে ইরানের হাখামানেশীয় মহান সম্রাট সাইরাস বা কুরুশ বলে বিশ্বাস করেন।
বেলায়াতি আরও লিখেছেন: প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের মতে সাইরাস দ্যা গ্রেটের সময় থেকে ককেশাস অঞ্চল সব সময়ই ইরানের নিরাপত্তার সীমানা ছিল এবং তিনি বর্বর উপজাতিদের আক্রমণ রোধ করতে সেখানে একটি বাঁধ নির্মাণ করেছিলেন।
ইউনিসেফ: গাজায় ত্রাণ-বিতরণের মার্কিন-ইসরায়েলি ব্যবস্থা ভয়ানক
আল জাজিরার খবর অনুযায়ী, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল রবিবার এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে গাজায় ফিলিস্তিনিদের মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে আমেরিকান-ইহুদিবাদী মানবিক সংস্থাটির পদ্ধতি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে এবং সংস্থাটি যথেষ্ট বা পর্যাপ্তভাবে কাজ করেনি। রাসেল আরও বলেছেন: "যখন মানুষ গাজার মানবিক সংস্থার কেন্দ্রগুলো থেকে খাবার সংগ্রহের চেষ্টা করে, তখন তাদের ওপর গুলি চালানো হয়।"
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব
ফরাসি বার্তা সংস্থা এ এফ পি (এজেন্সি ফ্রান্স-প্রেস) জানিয়েছে যে ফ্রান্সের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ মোকাবেলায় পর্যাপ্ত পদক্ষেপ না নেয়ার মার্কিন অভিযোগের পর ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে: "আমেরিকান রাষ্ট্রদূতের দাবি অগ্রহণযোগ্য এবং মিত্রদের মধ্যে যে মাত্রায় আস্থা থাকা উচিত- এ ধরনের দাবি তার চেয়ে কম পর্যায়ের।"
ইসরায়েলি পুলিশের আত্মহত্যা
রবিবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে গাজা সংলগ্ন ইসরায়েলি অবৈধ বসতি সেদেরোতে কর্মরত এক ইহুদিবাদী পুলিশ আত্মহত্যা করেছেন। ৭ অক্টোবর, ২০২৩ তারিখে ফিলিস্তিনি প্রতিরোধের সাথে সংঘর্ষে তার সহকর্মীরা নিহত হওয়ার পর থেকে এই ইসরায়েলি পুলিশ স্নায়বিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। ইহুদিবাদী গণমাধ্যমের মতে, এই পুলিশ সদস্যের মৃত্যুর ফলে এই বছরের শুরু থেকে (২০২৫) ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।
আল-জুলানি: সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তি আসন্ন
সংবাদমাধ্যম আল-মাসরি আল-ইয়ুমের মতে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আবু মুহাম্মদ আল-জুলানি রবিবার দামেস্কে একটি মিডিয়া প্রতিনিধিদলকে স্বাগত জানানোর সময় নিশ্চিত করেছেন যে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে নিরাপত্তা চুক্তির বিষয়ে বেশ গভীর আলোচনা চলমান রয়েছে। প্রতিবেদন অনুসারে, গোলানি দাবি করেছেন যে সিরিয়ার উপকারে আসে এমন যেকোনো চুক্তি করতে তিনি দ্বিধা করবেন না এবং ইসরায়েলের সাথে যেকোনো চুক্তি প্রকাশ্যে ঘোষণা করা হবে।
বলদর্পিতা মেনে নেব না: ইরান
ইরানের সংসদের নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম রেজায়ি বলেছেন, এনপিটির ৪ নম্বর ধারা ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সংবিধির ২ নম্বর ধারা অনুসারে, সমৃদ্ধকরণ সহ শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার ইরানের অবিচ্ছেদ্য অধিকার এবং কেউ ইরানকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার সম্পর্কে পশ্চিমা কর্মকর্তাদের, বিশেষ করে আমেরিকান কর্মকর্তাদের কিছু বক্তব্য কেবলই বলদর্পিতার ভাষা- এ কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন: "ইসলামী প্রজাতন্ত্র ও ইরানি জাতি কখনও বলপ্রয়োগে বা বলদর্পিতার কাছে নতজানু হয়নি এবং কখনও হবেও না।"
ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা
ইসরায়েলি চ্যানেল ১৫ টিভি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে রোববার সন্ধ্যায় ১৪ টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান ৪০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করে ইয়েমেনি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে: ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলি হামলায় চার ইয়েমেনি নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ও এক বিবৃতিতে ঘোষণা করেছে: "গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া ও এই অঞ্চলের অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেন এই অঞ্চলে আমেরিকান-ইহুদিবাদী পরিকল্পনার মোকাবেলা করা থেকে পিছপা হবে না এবং শত্রুর আগ্রাসনের প্রতিক্রিয়ায় তার সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে যে কোনও পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকবে না।"
হামাস: যুদ্ধবিরতি সম্পর্কে আমরা কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাইনি
ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর রাজনৈতিক ব্যুরোর সদস্য "বাসেম নাঈম" এক বার্তায় বলেছেন যে যুদ্ধবিরতি চুক্তির সাম্প্রতিক প্রস্তাবের বিষয়ে হামাস আন্দোলন এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পায়নি। তিনি জোর দিয়ে বলেছেন যে নেতানিয়াহুই এই চুক্তির পথে প্রধান বাধা এবং ফিলিস্তিনি জনগণ তাদের লক্ষ্য অর্জনের জন্য সব প্রচেষ্টা চালিয়ে যাবে। #
পার্স টুডে/এমএএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।