ইউরোপে সংকট; বেকারত্ব থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস
https://parstoday.ir/bn/news/world-i151426-ইউরোপে_সংকট_বেকারত্ব_থেকে_অর্থনৈতিক_প্রবৃদ্ধি_হ্রাস
পার্সটুডে-ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান কেন্দ্র (ইউরোস্ট্যাট) ঘোষণা করেছে ২০২৫ সালের মে মাসে ইউরোপীয় ইউনিয়নে প্রায় ১ কোটি ৩১ লক্ষ মানুষ বেকার ছিল।
(last modified 2025-08-28T12:23:54+00:00 )
আগস্ট ২৬, ২০২৫ ১৭:৪০ Asia/Dhaka
  • ইউরোপে সংকট; বেকারত্ব থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস
    ইউরোপে সংকট; বেকারত্ব থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস

পার্সটুডে-ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান কেন্দ্র (ইউরোস্ট্যাট) ঘোষণা করেছে ২০২৫ সালের মে মাসে ইউরোপীয় ইউনিয়নে প্রায় ১ কোটি ৩১ লক্ষ মানুষ বেকার ছিল।

বেকারত্ব এখনও ইউরোপ জুড়ে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলোর একটি। অন্যদিকে, ইউরোপও গভীর কাঠামোগত সমস্যার মুখোমুখি। এই মহাদেশে ক্রমবর্ধমান জ্বালানি খরচ, বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাস, মহাদেশের প্রতিযোগিতামূলকতা ধ্বংস করে চলেছে। ইউরোনিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান কেন্দ্র (ইউরোস্ট্যাট) এর পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের মে মাসে ইউরোপীয় ইউনিয়নে প্রায় ১ কোটি ৩১ লক্ষ মানুষ বেকার ছিল। এমন সময় এই পরিস্থিতি দেখা দিয়েছে যখন ইউরোপীয় কমিশন সাম্প্রতিক বছরগুলোতে ইউনিয়নে কর্মসংস্থান এবং সামাজিক সমস্যা মোকাবেলায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, তবু লক্ষ লক্ষ বেকার সত্ত্বেও চাকরির পদগুলো এখনও খালি রয়েছে।

ইউরোনিউজ সম্প্রতি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ইউরোপীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় স্থবির হয়ে পড়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্প উৎপাদন তীব্রভাবে হ্রাস পেয়েছে, যা এ অঞ্চলের সম্ভাব্য অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে নামার আশঙ্কা তৈরি করেছে।

ইউরোস্ট্যাটের মতে, জুন পর্যন্ত তিন মাসে ইউরো অঞ্চলে ত্রৈমাসিক জিডিপি মাত্র ০.১% বৃদ্ধি পেয়েছে, যা প্রাথমিক অনুমান থেকে অপরিবর্তিত। পূর্ববর্তী অনুমানের সাথে সামঞ্জস্য রেখে ইইউ জিডিপিও ০.২% বৃদ্ধি পেয়েছে।

এই পরিসংখ্যানগুলো ২০২৫ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ইউরোপীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তীব্র মন্দারই প্রমাণ বহন করে, যখন রপ্তানি বৃদ্ধির কারণে ইউরো অঞ্চলে জিডিপি ০.৬% এবং ইইউ জুড়ে ০.৫% বৃদ্ধি পেয়েছিল।

এদিকে, ইউরোনিউজ ইইউ জুড়ে অর্থনৈতিক পুনরুদ্ধারকে অসম বলে বর্ণনা করে লিখেছে: ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ইউরোজোনের অর্থনীতি খুব একটা বৃদ্ধি পায় নি এবং এ সময়ের মধ্যে জার্মানি ও ইতালি সংকুচিত হয়েছে।

পরিসংখ্যান অনুসারে,  ব্যাপকঅভ্যন্তরীণ চাহিদা এবং বিনিয়োগের ফলে স্পেন ০.৭% শতাংশসহ ইউরোপীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শীর্ষে ছিল। পর্তুগাল ০.৬% এবং ফ্রান্স ০.৩% নিয়ে এর পরেই ছিল।

কিন্তু ইউরোজোনের দুটি বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি এবং ইতালির অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.১% হ্রাস পেয়েছে।

ইইউতে, শিল্প উৎপাদন ১% হ্রাস পেয়েছে এবং ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে, আয়ারল্যান্ডে শিল্প উৎপাদনে বার্ষিক বৃহত্তম হ্রাস ঘটেছে মাইনাস ১১.৩%। আয়ারল্যান্ডের পরে পর্তুগাল এবং লিথুয়ানিয়ায় শিল্প উৎপাদনে সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।