রাশিয়া: নরওয়ে ইউক্রেন যুদ্ধের আগুনে ঘি ঢালছে
https://parstoday.ir/bn/news/world-i151478-রাশিয়া_নরওয়ে_ইউক্রেন_যুদ্ধের_আগুনে_ঘি_ঢালছে
পার্স টুডে - রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী এবং মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে এক বৈঠকে দক্ষিণ ককেশাসসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।
(last modified 2025-08-27T14:23:39+00:00 )
আগস্ট ২৭, ২০২৫ ১৯:৪৫ Asia/Dhaka
  • ডানে: কাজেম জালালি, মস্কোতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্রের ইরানের রাষ্ট্রদূত বামে: জেনারেল আলেকজান্ডার ফোমিন, রাশিয়ান ফেডারেশনের উপ-প্রতিরক্ষামন্ত্রী
    ডানে: কাজেম জালালি, মস্কোতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্রের ইরানের রাষ্ট্রদূত বামে: জেনারেল আলেকজান্ডার ফোমিন, রাশিয়ান ফেডারেশনের উপ-প্রতিরক্ষামন্ত্রী

পার্স টুডে - রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী এবং মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে এক বৈঠকে দক্ষিণ ককেশাসসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।

রাশিয়ান ফেডারেশনের উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলেকজান্ডার ফোমিন এবং মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার নানা বিষয় ও সেগুলো বাস্তবায়নের সম্ভাবনাসহ চলতি সময়ের কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী রাশিয়া-ইরান সম্পর্কের উন্নয়নে জালালির ব্যাপক ও মহতি অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালালি, সামরিক ক্ষেত্রে রাশিয়া-ইরান সহযোগিতার উচ্চ গতিশীলতা এবং সমানুপাতিকতা ও সমন্বয়ের দিকে ইঙ্গিত করেছেন। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে: "বৈঠকটি বন্ধুত্ব ও আন্তরিক আস্থার পরিবেশে অনুষ্ঠিত হয় এবং মস্কো ও তেহরানের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও বিকাশের পারস্পরিক অঙ্গীকারও নিশ্চিত করেছে।"

রাশিয়া: নরওয়ে ইউক্রেনীয় যুদ্ধের আগুনে ঘি ঢালছে

ইউক্রেনে নরওয়ের ৮ বিলিয়ন ডলারের সাহায্যের প্রতিক্রিয়ায় অসলোতে অবস্থিত রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে বলেছে যে দেশটি ইউক্রেনীয় যুদ্ধের আগুনে ঘি ঢালছে এবং এটিকে আরও জ্বালিয়ে তুলছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে: "এটা স্পষ্ট যে ইউক্রেনীয় যুদ্ধ সংকটে, নরওয়েজিয়ানরা ইউরোপীয় যুদ্ধপ্রেমী পক্ষের কখনও আপোষ বা সন্ধি নয়-এমন নীতির  সাথে একাত্মতা প্রকাশ করছে, অথবা তারা তাদের ঘোষিত "অভিন্নদের জোটে" যাগ দিয়েছে। তারা কেবল রাশিয়ার বিরুদ্ধে বহুমুখি যুদ্ধ চালিয়ে যেতে চায় যতক্ষণ না শেষ ইউক্রেনীয় সৈন্য নিহত হয় এবং মস্কোর সর্বোচ্চ ক্ষতি হয়।"

উজবেকিস্তান থেকে আফগানিস্তানে বিদ্যুৎ রপ্তানির জন্য নতুন চুক্তি স্বাক্ষরিত

আফগান বিদ্যুৎ কোম্পানি (ব্রেশনা) সেদেশের এগারোটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য উজবেকিস্তানের সাথে চারটি নতুন চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। এই পরিকল্পনার আওতাভুক্ত প্রদেশগুলির মধ্যে থাকবে কাবুল, কান্দাহার, বাঘলান, নানগারহার, লাঘমান, লোগার, খোস্ত, পাকতিয়া, পাকতিকা, গজনি এবং জাবুল। #

পার্স টুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।