ইউরোপের ভুল ভেঙে গেছে; ইতালীয় বিশেষজ্ঞ
https://parstoday.ir/bn/news/world-i151494-ইউরোপের_ভুল_ভেঙে_গেছে_ইতালীয়_বিশেষজ্ঞ
পার্সটুডে- একজন ইতালীয় অর্থনীতিবিদ স্বীকার করেছেন যে স্বয়ংক্রিয়ভাবে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে পারবে এমন ধারণা ভেঙে গেছে।
(last modified 2025-08-30T09:49:13+00:00 )
আগস্ট ২৮, ২০২৫ ১৬:৪৩ Asia/Dhaka
  • • বিশ্বব্যাপী সংকটে ইউরোপ কেবল দর্শকের ভূমিকা পালন করেছে: ইতালীয় বিশেষজ্ঞ
    • বিশ্বব্যাপী সংকটে ইউরোপ কেবল দর্শকের ভূমিকা পালন করেছে: ইতালীয় বিশেষজ্ঞ

পার্সটুডে- একজন ইতালীয় অর্থনীতিবিদ স্বীকার করেছেন যে স্বয়ংক্রিয়ভাবে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে পারবে এমন ধারণা ভেঙে গেছে।

পার্সটুডের মতে, বিখ্যাত ইতালীয় রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ মারিও দ্রাঘি বলেছেন: "বছরের পর বছর ধরে, ৪৫ কোটি ভোক্তা জনসংখ্যার অধিকারী ইউরোপীয় ইউনিয়ন বিশ্বাস করত যে তাদের অর্থনৈতিক শক্তি ও প্রভাব প্রতিপত্তি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তারে সক্ষম হবে, কিন্তু এই বছরটি আমাদের স্মৃতিতে খোদাই করা থাকবে। কারণ এ ব্যাপারে আমরা যে ভুলের মধ্যে ছিলাম তা ভেঙে গেছে।"

অর্থনীতিবিদ মারিও দ্রাঘি সতর্ক করে দিয়ে বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নকে আসন্ন সংকট একসাথে মোকাবেলা করতে হবে।

তিনি ইউক্রেনীয় যুদ্ধসহ অনেক সংকট সমাধানে ইউরোপের নিষ্ক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে বলেন: "ইউক্রেনীয় যুদ্ধে সবচেয়ে বেশি আর্থিক অবদান রাখা এবং শান্তি অর্জনে সর্বাধিক আগ্রহ থাকা সত্ত্বেও, ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত শান্তি আলোচনায় খুবই দুর্বল ভূমিকা পালন করেছে।"

মার্কিন শুল্ক আরোপ প্রশ্নে ইউরোপের দুর্বল অবস্থানের কথা উল্লেখ করে, এই ইতালীয় অর্থনৈতিক বিশেষজ্ঞ আরও বলেন: ইউরোপকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের সাথে মানিয়ে নিতে বাধ্য করা হচ্ছে। এই একই মিত্র আমাদের সামরিক ব্যয় বাড়াতে বাধ্য করছে যা ইউরোপের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন আক্রমণ এবং ইসরায়েল কর্তৃক গাজার জনগণের গণহত্যার কথা উল্লেখ করে আরও জোর দিয়েছেন: ইউরোপীয় ইউনিয়ন এখানেও দর্শকের ভূমিকা পালন করছে।

চীন সম্পর্কে, দ্রাঘি আরও বলেন: বেইজিং রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে প্রকাশ্যে সমর্থন করেছে এবং একই সাথে তার উৎপাদিত পণ্য ইউরোপে পাঠানোর সুযোগ পেয়েছে যার ফলে চীনের শিল্প বিকাশে ভূমিকা রাখছে। মার্কিন সরকারের নতুন বাধার কারণে মার্কিন বাজারে চীনা পণ্য প্রবেশ যখন সীমিত হয়ে পড়েছে তখন চীন ইউরোপের বাজার পেয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের বর্তমান আস্থার সংকটের কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন যে এই সংকট সৃষ্টির মূল কারণ ইউরোপের দাবি করা গণতন্ত্র এবং শান্তিসহ মৌলিক আরো কিছু মূল্যবোধ রক্ষা করতে ইউরোপের ব্যর্থতা।#

পার্সটুডে/এমআরএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।