এ অঞ্চলে বহির্শক্তির উপস্থিতি উদ্বেগের কারণ: মেজর জেনারেল মুসাভি
https://parstoday.ir/bn/news/world-i151556-এ_অঞ্চলে_বহির্শক্তির_উপস্থিতি_উদ্বেগের_কারণ_মেজর_জেনারেল_মুসাভি
পার্সটুডে:  ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি এ অঞ্চলে বহির্শক্তিগুলো বিশেষ করে আমেরিকার উপস্থিতিকে উদ্বেগের কারণ হিসেবে বর্ণনা করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ৩১, ২০২৫ ১৩:৪৩ Asia/Dhaka
  • মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি
    মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি

পার্সটুডে:  ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি এ অঞ্চলে বহির্শক্তিগুলো বিশেষ করে আমেরিকার উপস্থিতিকে উদ্বেগের কারণ হিসেবে বর্ণনা করেছেন।

আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আরমেন গ্রিগোরিয়ানের সঙ্গে সাক্ষাতে তিনি এই উদ্বেগের কথা বলেন। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, মুসাভি এ বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মিল তুলে ধরে উল্লেখ করেন, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তিচুক্তি অঞ্চলটিতে শান্তি ও নিরাপত্তা বয়ে আনবে। তিনি জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় এ ধরনের প্রক্রিয়াকে স্বাগত জানায়। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বহির্শক্তিগুলোর উপস্থিতি এই অঞ্চলের জন্য উদ্বেগের কারণ। 

মুসাভি আরও বলেন, ইতিহাস যেমন দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও শুভেচ্ছার স্বপক্ষে সাক্ষ্য দেয়, তেমনি আমেরিকার নেতিবাচক ভূমিকাও নিশ্চিত করে। তাই উদ্বেগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।

'ইরানের শক্তি প্রশংসনীয়'   

ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ১২ দিনের আরোপিত যুদ্ধের প্রসঙ্গে বেলারুশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মী গ্রিগোরি আজারিনোক বলেছেন, আমাদের দেশের দেশপ্রেমিকরা ইরানের জনগণ ও নেতৃত্বের শক্তি ও সাহসিকতার প্রশংসা করেন।

ব্রিকসে বিশ্ব অর্থনীতির নতুন স্থাপত্য নিয়ে আলোচনা

ব্রাজিলে অনুষ্ঠিত এক সভায় ব্রিকস সদস্যদেশগুলোর তরুণ গবেষকরা বিশ্ব অর্থনীতির নতুন স্থাপত্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেছেন। ব্রাজিলের কাম্পিনাস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ইনস্টিটিউট এই সম্মেলনের আয়োজন করে, যেখানে ব্রিকসভুক্ত দেশগুলোর স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ গবেষকরা অংশ নেন।

সম্মেলনে ব্রিকস দেশগুলোর সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলা এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর পরিবেশগত প্রকল্প অর্থায়নের নীতিমালা নিয়ে আলোচনা হয়।

ইহুদিবাদীদের জন্য অন্ধকার দিন অপেক্ষা করছে: আল-মাশাত

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত দখলদার ইহুদিবাদী বসতিস্থাপনকারীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের প্রতিশোধ নিতে বেশি সময় লাগবে না, দখলদার ইসরায়েলের অপরাধগুলোর কারণে অন্ধকার দিনগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে।”

আল-মাশাত আরও যোগ করেন: “ইহুদিবাদীদের এখনও সুযোগ আছে নিজেদের দেশে ফিরে যাওয়ার।”

তিনি সারা বিশ্বের জনগণের প্রতি আহ্বান জানান যাতে তারা দখলদার ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করে।

হাশদ আশ-শাবিকে রক্ষা করা, ইরাকি জনগণের দাবি: আল-খাজালি

ইরাকের আসায়েব আহলুল হক আন্দোলনের মহাসচিব শাইখ ক্বাইস আল-খাজালি বলেছেন, হাশদ আশ-শাবির (আধাসামরিক বাহিনী) অস্তিত্ব রক্ষা করা, সমগ্র ইরাকি জনগণের দাবি।

তিনি বলেন, হাশদ আল-শাবিকে বিলুপ্ত করার প্রস্তাব প্রথমে ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছ থেকেই এসেছে।

খাজালি যোগ করেন, “যখন আমরা মার্কিন সেনাদের বহিষ্কারের দাবি করি, তারা বলে যে আইএস (দায়েশ) এখনও আছে। কিন্তু যখন তারা হাশদ আল-শাবি ভেঙে দেওয়ার দাবি করে, তখন তারা বলে যে আইএস দুর্বল হয়ে গেছে এবং হাশদ আল-শাবির আর প্রয়োজন নেই।”

শুধু নিন্দা যথেষ্ট নয়: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এস্পেন বার্ট আইড বলেন, দখলদার ইহুদিবাদীদের নৃশংসতাকে নিন্দা জানানো এখন আর যথেষ্ট নয়। আমরা যদি সামান্য হলেও বিশ্বাসযোগ্যতা রাখতে চাই, তবে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে (দখলদার) ইসরায়েল যে ভয়াবহ অপরাধ করছে, অবশ্যই তার নিন্দা করতে হবে।”

তিনি যোগ করেন: “এখন আমাদের সক্ষম হতে হবে (দখলদার) ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে, কারণ এতদিন ধরে কেবল নিন্দা জানানো ইসরায়েলের আচরণ পরিবর্তনে যথেষ্ট প্রমাণিত হয়নি।”#

পার্সটুডে/এমএআর/৩১