কূটনীতি জোরদার করার লক্ষ্যে জেসিপিওএ সদস্যদের চেষ্টা চালানো উচিত: জাতিসংঘের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/world-i151640-কূটনীতি_জোরদার_করার_লক্ষ্যে_জেসিপিওএ_সদস্যদের_চেষ্টা_চালানো_উচিত_জাতিসংঘের_মুখপাত্র
পার্সটুডে-ইরান, রাশিয়া এবং চীন নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ মহাসচিবের কাছে যে চিঠি লিখেছে ওই চিঠির জবাবে জাতিসংঘের মুখপাত্র বলেছেন: জেসিপিওএ'র সদস্যদের কূটনীতির পথ জোরদার করার প্রচেষ্টা চালানো উচিত।
(last modified 2025-09-06T04:13:29+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৫ ১৬:১৮ Asia/Dhaka
  • জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক
    জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক

পার্সটুডে-ইরান, রাশিয়া এবং চীন নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ মহাসচিবের কাছে যে চিঠি লিখেছে ওই চিঠির জবাবে জাতিসংঘের মুখপাত্র বলেছেন: জেসিপিওএ'র সদস্যদের কূটনীতির পথ জোরদার করার প্রচেষ্টা চালানো উচিত।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক, ইরনা'র একজন প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেছেন: ইরান, রাশিয়া এবং চীন, নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের মহাসচিবের কাছে লেখা একটি চিঠিতে, তিনটি ইউরোপীয় দেশের স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার পদক্ষেপকে জেসিপিওএ এবং ২২৩১ নম্বর রেজোলিউশনে বর্ণিত বিধানের পরিপন্থী বলে মনে করে। যারা জেসিপিওএ-তে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে নি তারা এটিকে বাতিল করার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিবের মতামত কী?

ডুজারিক বলেন: জাতিসংঘ জেসিপিওএ'র সদস্য নয়। তবে মহাসচিবের বার্তা হলো ইরান এবং জেসিপিওএ'র সদস্য রাষ্ট্রগুলোর উচিত এই সুযোগটি ব্যবহার করে কূটনীতিকে আরও শক্তিশালী করা।

একই সময়ে জাতিসংঘে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং বর্তমান নিরাপত্তা পরিষদের সভাপতি সাং-জিন কিম বলেন: "রেজোলিউশন ২২৩১-এর বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যা রয়েছে।"

জাতিসংঘে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং বর্তমান নিরাপত্তা পরিষদের সভাপতি আরও বলেন: "এই মুহূর্তে, কী ঘটবে তা ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়; লক্ষ্য হলো স্বচ্ছতা, সততা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে ঘনিষ্ঠভাবে পরামর্শ করা।"

জেসিপিওএ'র সদস্য তিন ইউরোপীয় দেশ-যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি-এখনও ইরানের পারমাণবিক চুক্তির অঙ্গিকারগুলো পূরণ করে নি, তারা আনুষ্ঠানিকভাবে গত ২৮ আগস্ট, ২০২৫ তারিখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি "প্রস্তাব" পাঠিয়েছে। প্রস্তাবটি হলো ইরান-বিরোধী নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনার জন্য 'স্ন্যাপব্যাক প্রক্রিয়া' সক্রিয় করতে শর্তাবলী উল্লেখ করে বলা হয়: আগামী ৩০ দিনের মধ্যে তারা ইরানের সাথে একটি পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ওই আলোচনা নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনার প্রক্রিয়া বন্ধ করতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তাৎক্ষণিকভাবে জেসিপিওএ-তে থাকা বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া এবং ২২৩১ নম্বর রেজোলিউশন  সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ইউরোপীয় ত্রয়ীর ভুল ধারণা সম্পর্কে নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘ মহাসচিবকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বলেছেন: তাদের অবশ্যই অযৌক্তিক রাজনৈতিক কারসাজি প্রত্যাখ্যান করতে হবে এবং আন্তর্জাতিক আইনের অখণ্ডতা ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব রক্ষা করার প্রচেষ্টা চালাতে হবে।

ইরান, চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ মহাসচিবসহ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি যৌথ চিঠিতে ইরানের বিরুদ্ধে বাতিল হওয়া নিরাপত্তা পরিষদের প্রস্তাব পুনরুজ্জীবিত করার জন্য তিন ইউরোপীয় দেশের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন। তাঁরা বলেছেন: তিন ইউরোপীয় দেশের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদে পাঠানো ঘোষণাটি জেসিপিওএ এবং ২২৩১ নম্বর রেজোলিউশনে থাকা পদ্ধতির পরিপন্থী। তাঁরা বলেছেন: ওই ঘোষণার প্রয়োজনীয় আইনি ভিত্তির অভাব রয়েছে এবং এটিকে বাতিল বলে বিবেচনা করা উচিত।#

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।