গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবের ওপর আজ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি
https://parstoday.ir/bn/news/world-i152092-গাজায়_যুদ্ধবিরতির_খসড়া_প্রস্তাবের_ওপর_আজ_নিরাপত্তা_পরিষদে_ভোটাভুটি
পার্সটুডে-গাজায় যুদ্ধবিরতি বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্যের একটি খসড়া প্রস্তাবের ওপর আজ ভোটাভুটি হবে।
(last modified 2025-09-19T12:13:23+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১৫:৫৪ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

পার্সটুডে-গাজায় যুদ্ধবিরতি বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্যের একটি খসড়া প্রস্তাবের ওপর আজ ভোটাভুটি হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় (নিউইয়র্ক) ফিলিস্তিনসহ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি হিসেবে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল বুধবার রাতে ঘোষণা করেছে: গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ডেনমার্কের নেতৃত্বে নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্যের একটি খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, নিরাপত্তা পরিষদের ১০টি নির্বাচিত (অস্থায়ী) সদস্য গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং এ অঞ্চলের জনগণকে সহায়তা প্রদানের ওপর জোর দেওয়া একটি খসড়া প্রস্তাব গ্রহণের আহ্বান জানাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো ভবিষ্যদ্বাণী করছে যে ইসরাইলের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে প্রস্তাবটি অনুমোদিত নাও হতে পারে।

এর আগে, গত জুন মাসে, গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি এবং এ অঞ্চলে অবাধ মানবিক ত্রাণের প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র।

ভোটাভুটিতে, নিরাপত্তা পরিষদের আরও ১৪ সদস্য খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেন। ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম ভেটো।

১২ সেপ্টেম্বর, শুক্রবার, জাতিসংঘের সাধারণ পরিষদ ফ্রান্স এবং সৌদি আরবের পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নিউইয়র্ক ঘোষণাপত্রকে সমর্থন করে একটি প্রস্তাব অপ্রতিরোধ্য ভোটে অনুমোদন করে।

খসড়ায় ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বিষয়ক নিউইয়র্ক ঘোষণাপত্রের পক্ষে ১৪২ ভোট, বিপক্ষে ১০ ভোট এবং ভোটদানে বিরত থাকার মাধ্যমে নিউইয়র্ক ঘোষণাপত্র গৃহীত হয়।

৩ সেপ্টেম্বর, ইসরাইলি সেনাবাহিনী গাজা শহর সম্পূর্ণরূপে দখল করার জন্য "গিডিয়নের রথ-২" নামে একটি অভিযান শুরু করে। ওই অভিযান ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের জন্ম দেয় এবং ইসরাইলি বন্দী ও সৈন্যদের জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ওই আক্রমণের বিরুদ্ধে বিভিন্ন দেশ, ব্যক্তিত্ব, রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিন্দার ঝড় ওঠে।#

পার্সটুডে/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।