আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরুদ্ধার করতে চায় ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i152130-আফগানিস্তানের_বাগরাম_বিমান_ঘাঁটি_পুনরুদ্ধার_করতে_চায়_ট্রাম্প
পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরুদ্ধার করতে চায়।
(last modified 2025-09-20T10:51:07+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১৫:৫৩ Asia/Dhaka
  • আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি
    আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি

পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরুদ্ধার করতে চায়।

পার্সটুডে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার লন্ডন সফর শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি তালেবানদের কাছ থেকে বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চায়। আফগানিস্তান থেকে বিতর্কিত সেনা প্রত্যাহারের সময় হারিয়ে ফেলা এই গুরুত্বপূর্ণ কৌশলগত  ঘাঁটি পুনরুদ্ধার করবে।

ট্রাম্প আরও বলেছেন, তিনি তালেবানদের সাথে আলোচনা করছেন যাতে মার্কিন বাহিনী আবারও এই বিমান ঘাঁটি দখল করতে পারে। বাগরাম বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি ছিল এবং চীনের কাছাকাছি থাকার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঘাঁটি হিসাবে বিবেচিত হয়।

ট্রাম্প বলেন, আমেরিকা ঘাঁটিটি চায় তার একটি কারণ হল এটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির স্থান থেকে এক ঘন্টা দূরে।

চীন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য পশ্চিমা মিত্রদের চিন্তিত করবে। কারণ বিষয়টি উত্তেজনা বৃদ্ধি, অর্থনৈতিক অস্থিরতা এমনকি সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'বাগরাম বিশ্বের বৃহত্তম বিমান ঘাঁটিগুলির মধ্যে একটি এবং আমরা এটি তাদের বিনামূল্যে দিয়েছি। আমরা এটি পুনরুদ্ধার করার চেষ্টা করছি।'

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা ঘাঁটিটি ফিরে পেতে চেষ্টা করছি কারণ আমাদের সাহায্যের প্রয়োজন তালেবানদের। আর আমেরিকা সেজন্য ঘাঁটিটি চায়। ট্রাম্প বলেন, সবাই জানেন যে, আমেরিকা ঘাঁটিটি চায় তার একটি কারণ হল এটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির স্থান থেকে মাত্র এক ঘন্টা দূরে অবস্থিত এই বাগরাম বিমান ঘাঁটি।

ট্রাম্প ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের বিতর্কিত প্রত্যাহারের জন্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনাও করেছিলেন।  ট্রাম্পের দাবি, এই প্রত্যাহারের ফলে তালেবানদের কাছে মার্কিন অস্ত্র এবং ঘাঁটিসহ অন্যান্য সামরিক সম্পদ পৌঁছেছে।

ফেব্রুয়ারিতে পুনর্নির্বাচনের পর তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেছিলেন, আফগানিস্তান থেকে প্রত্যাহারের পূর্ববর্তী পরিকল্পনায় আমরা বাগরামকে রাখতে চেয়েছিলাম আফগানিস্তানের প্রয়োজনে নয় বরং চীনের কারণে। অন্যতম  কারণ হচ্ছে, এটি বেইজিং তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির স্থান থেকে ঠিক এক ঘন্টা দূরে।"

মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, বাগরাম বিশ্বের বৃহত্তম বিমান ঘাঁটিগুলির মধ্যে একটি এবং ভারী কংক্রিট এবং ইস্পাত দিয়ে তৈরি বৃহত্তম রানওয়েগুলির মধ্যে একটি। এখানে ১১,৮০০ ফুট (৩,৬০০ মিটার) রানওয়ে বোমারু বিমান এবং বড় কার্গো বিমান পরিচালনা করা যায়।  ট্রাম্প সেই সময় দাবিও করেছিলেন, চীন বিমানবন্দরটি দখল করেছে। তবে আফগান তালেবান সরকার ট্রাম্পের দাবি অস্বীকার করেছে।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বিমানবন্দরটি চীন নয় আফগানদের দ্বারা নিয়ন্ত্রিত।#

পার্সটুডে/জিএআর/১৯