ইয়েমেনি ড্রোন হামলায় ইসরায়েলি সর্বোচ্চ হতাহতের নতুন রেকর্ড
নিষেধাজ্ঞাই শেষ কথা নয়; বলপ্রয়োগে নতজানু হব না: পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে - ইরানের প্রেসিডেন্ট বলেছেন, নিষেধাজ্ঞার পুনপ্রয়োগ অপ্রীতিকর, কিন্তু এটিই পথের শেষ নয়; আমরা তাদের কাছে আত্মসমর্পণ করব না।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে আমরা সব সময়ই শান্তি ও প্রশান্তি চাই, কিন্তু আমরা কখনই বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করব না। তিনি আরও বলেন: "যদিও যেকোনো নিষেধাজ্ঞার পুনর্বহাল অপ্রীতিকর, এটি পথের শেষ নয় এবং আমরা এর কাছে আত্মসমর্পণ করব না।"
নিউইয়র্ক সফররত ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরোধী কর্মীদের একটি দলকে দেয়া সাক্ষাতে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান শান্তি, প্রশান্তি, ন্যায়বিচার এবং ন্যায্যতা চায়। যতক্ষণ পর্যন্ত বলদর্পিতার ভাষা অব্যাহত থাকবে ততক্ষণ সংলাপের কোনও সম্ভাবনা থাকবে না- এ কথা স্পষ্ট ভাষায় ঘোষণা করে তিনি বলেছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং করছেও না। আমরা সংলাপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি না, তবে বলদর্পিতা এড়িয়ে ও কেবল সমান অবস্থানে থেকেই সংলাপ চালানো অর্থবহ।
কলম্বিয়ার প্রেসিডেন্ট: গাজায় গণহত্যা বন্ধে সামরিক শক্তি প্রয়োজন
কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো বলেছেন: গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো উচিত। গাজায় গণহত্যার অপরাধে জড়িতদের জবাবদিহির আওতায় আনার জন্য একটি সামরিক বাহিনী গঠন করা উচিত যাতে তারা তাদের অপরাধ বন্ধ করতে পারে; নিন্দার বিবৃতি যুদ্ধ থামাতে পারবে না।
ইয়েমেনি ড্রোন হামলায় ইসরায়েলি হতাহতের নতুন রেকর্ড
ইসরায়েলি সূত্রগুলো ইয়েলাত বন্দরে ইয়েমেনি ড্রোন হামলায় অভূতপূর্ব সংখ্যক ইসরায়েলির হতাহতের খবর দিয়েছে; কেবল একটি ড্রোন দিয়ে পরিচালিত এই অভিযানে ইহুদিবাদীদের মধ্যে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে এবং এমনকি ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছে। ইসরায়েলি সূত্রগুলি ধীরে ধীরে হতাহতের সংখ্যা প্রকাশ করছে। সর্বশেষ পরিসংখ্যানে আহতের সংখ্যা ২৩ জন বলে জানা গেছে।
ইতালির প্রধানমন্ত্রী: ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে বাধা দেয়ার কোনও অধিকার ইসরায়েলের নেই
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন বা নতুন বসতি নির্মাণে বাধা দেয়ার কোনও অধিকার ইসরায়েলের নেই।
লন্ডনের মেয়র: ট্রাম্প ইসলাম-বিদ্বেষী ও বর্ণবাদী
স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৌখিক আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। সাদিক খান বলেছেন: ট্রাম্প নিজেকে বর্ণবাদী, লিঙ্গবাদী, নারীবিদ্বেষী ও ইসলামোফোবিক হিসেবে প্রমাণ করেছেন।#
পার্স টুডে/এমএএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।