রাশিয়া হয়তো কাগুজে বাঘ- ট্রাম্প : আমরা কাগুজে বাঘ নই, ভাল্লুক: পেসকভ
https://parstoday.ir/bn/news/world-i152328-রাশিয়া_হয়তো_কাগুজে_বাঘ_ট্রাম্প_আমরা_কাগুজে_বাঘ_নই_ভাল্লুক_পেসকভ
পার্সটুডে : মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, ওয়াশিংটন ইউক্রেনীয় সংঘাতে তার বাহিনী ব্যবহার করতে চায় না।
(last modified 2025-09-25T11:17:38+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১৬:১২ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ- ডোনাল্ড ট্রাম্প
    দিমিত্রি পেসকভ- ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে : মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, ওয়াশিংটন ইউক্রেনীয় সংঘাতে তার বাহিনী ব্যবহার করতে চায় না।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেস্যান্ট বুধবার বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পরিস্থিতিতেই ইউক্রেনীয় সংঘাতে তার বাহিনী ব্যবহার করবে না। তিনি আরো বলেন, আমরা ইউরোপীয়দের কাছে অস্ত্র বিক্রি করব এবং তারা সেই অস্ত্রগুলো ইউক্রেনে স্থানান্তর করতে পারে।

হোয়াইট হাউস: ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করে আমরা লাভবান হব

এদিকে,হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট ঘোষণা করেছেন যে ইউক্রেনের কাছে নতুন অস্ত্র বিক্রি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র লাভবান হবে কারণ এই অস্ত্রগুলি আর ইউক্রেনকে বিনামূল্যে দেওয়া হয় না এবং ন্যাটো সদস্য দেশগুলি এখন তাদের জন্য অর্থ প্রদান করছে।

ট্রাম্প: রাশিয়া একটি কাগুজে বাঘ হতে পারে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার যুক্তি দিয়েছেন যে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে তার যুদ্ধে জয়লাভ করতে পারে, তার হারানো অঞ্চল পুনরুদ্ধার করতে পারে এবং "হয়তো এর বাইরেও যেতে পারে।" তিনি রাশিয়ান সামরিক বাহিনীকে "কাগজের বাঘ" হিসাবে বর্ণনা করেছেন।

রাশিয়া: আমরা কাগুজেবাঘ নইআমরা ভালুক

ট্রাম্পের মন্তব্যের জবাবে, রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার বলেছেন যে রাশিয়া বাঘের চেয়ে ভালুকের কাছাকাছি এবং কাগজের ভালুক বলে কিছু নেই। তিনি বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার ইউক্রেনের সংঘাতের মূল কারণগুলো সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

রুবিও: মস্কোর সঙ্গে আমাদের ধৈর্য অসীম নয়

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউক্রেন সম্পর্কিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সতর্ক করে দিয়েছেন যে রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ধৈর্য অসীম নয় এবং আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন মস্কোর উপর অতিরিক্ত অর্থনৈতিক মূল্য চাপাতে প্রস্তুত।

স্যাক্স: ট্রাম্প সচেতন বা স্থিতিশীল নয়

এদিকে আমেরিকান বিশ্লেষক জেফ্রি স্যাক্সও ইউক্রেনের ওপর মার্কিন অবস্থানের আকস্মিক পরিবর্তনের প্রতিক্রিয়ায় বলেছেন যে ট্রাম্প প্রশাসনের একটি অভিজ্ঞ এবং স্থিতিশীল দল নেই। এটি একটি ছোট দল যারা সবকিছুই অকার্যকর করে তোলে। "ট্রাম্প নিজে সচেতন নন, স্থিতিশীল নন, সমাধানমুখী ব্যক্তি নন। তিন বছর আগে ইস্তাম্বুলে একটি খসড়া শান্তি চুক্তির টেবিলে ছিল কিন্তু আজ শান্তির পরিবর্তে যুদ্ধ অব্যাহত রয়েছে; এটি মার্কিন নীতির ব্যর্থতা এবং ইউরোপীয় নীতির ব্যর্থতা।"

ব্রাজিল: ইউক্রেনের কোনো সামরিক সমাধান নেই

অন্য খবরে বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছিলেন যে ইউক্রেনে শান্তি অর্জন কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব। তিনি জোর দিয়ে বলেন যে ইউক্রেনের যুদ্ধের কোনও সামরিক সমাধান নেই।#

 

পার্সটুডে/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।