ভ্যাটিকান: ইসরায়েল গণহত্যা করেছে
ইরানি অ্যাডমিরাল: ক্যাস্পিয়ান সাগর বিদেশিদের মহড়ার জায়গা নয়
-
ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি
পার্স টুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, কাস্পিয়ান সাগর এমন স্থান নয় যেখানে বিজাতীয়দেরকে মহড়া চালানোর সুযোগ দেয়া যায়, তিনি বলেন: "কাস্পিয়ান সাগরের চারপাশে যথেষ্ট শক্তি জড়ো হয়েছে।"
সোমবার, কাস্পিয়ান সাগর উপকূলীয় দেশগুলির নৌ কমান্ডারদের একটি বৈঠকে যোগ দিতে রাশিয়া সফরের সময়, ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন: "কাস্পিয়ান সাগর উপকূলীয় পাঁচটি দেশ খুব ভালো সম্পর্ক-সীমা তুলে ধরেছেন। আর এই বছর, আমরা একসাথে নতুন পরিস্থিতি ও পরিবেশ পর্যালোচনা করতে এবং বাস্তবতার ময়দানে সেগুলো বাস্তবায়ন করতে এসেছি।''
ক্যাস্পিয়ান সাগরের উপকূলবর্তী সব দেশের লক্ষ্য হলো সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠা করা -এ লক্ষ্যের কথা তুলে ধরে তিনি আরও বলেছেন: " আর এ লক্ষ্য ক্যাস্পিয়ান সাগরের উপকূলবর্তী দেশগুলির অংশগ্রহণেই বাস্তবায়ন করতে হবে এবং এমনভাবে করতে হবে যাতে এই অঞ্চলের অর্থনীতি গতিশীল হয়।"
কাস্পিয়ান সাগর এমন স্থান নয় যেখানে বিজাতীয়দেরকে মহড়া চালানোর সুযোগ দেয়া যায় এ কথা উল্লেখ করে তিনি বলেছেন: "কাস্পিয়ান সাগরের চারপাশে যথেষ্ট শক্তি জড়ো হয়েছে এবং এই বৈঠকে চিহ্নিত বিষয়গুলিও ভালোভাবে এগিয়ে নেয়া হবে। আর এই বৈঠকের বার্তা হল ক্যাস্পিয়ান সাগরের উপকূলীয় দেশগুলোকে তাদের নিজস্ব বিষয়ে নিজেদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।"
নতুন ফরাসি প্রধানমন্ত্রীর পদত্যাগ
এক মাসেরও কম সময় ধরে দায়িত্ব পালনের পর সোমবার পদত্যাগ করেছেন নতুন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লে কর্নো। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লে কর্নো-এর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে এলিসি প্রাসাদ জানিয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে সরকার পতনের হুমকির মধ্যে মন্ত্রিসভা গঠনের কয়েক ঘন্টা পরেই তিনি পদত্যাগপত্র জমা দেন।
পঞ্চমবারের মতো সরকারি অচলাবস্থা নিরসনে ব্যর্থ মার্কিন সিনেট
পলিটিকোর মতে, সোমবার মার্কিন সিনেট টানা পঞ্চমবারের মতো ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলগুলো মার্কিন সরকারকে তহবিল দেয়ার জন্য দ্বিদলীয় বিল পাস করতে ব্যর্থ হয়েছে। মার্কিন সরকারের অচলাবস্থা দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সাথে সাথে, আইন প্রণেতাদের মধ্যে কোনও চুক্তিতে পৌঁছানোর লক্ষণ দেখা যাচ্ছে না এবং বেতন হারানোর দ্বারপ্রান্তে থাকা ফেডারেল কর্মচারী এবং সামরিক কর্মীদের উপর চাপ বাড়ছে।
মরক্কোতে বিক্ষোভ অব্যাহত
মরক্কোর বিভিন্ন শহরে টানা দশম রাত ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে, বিক্ষোভকারীরা শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সংস্কার, সরকারের পরিকল্পিত দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে।
ইতালীয় এয়ারলাইন্স অধিকৃত অঞ্চলগুলোতে ফ্লাইট স্থগিতের মেয়াদ বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে
ইতালীয় এয়ারলাইন্স আইটিএ ২০২৫ সালের শেষ পর্যন্ত অধিকৃত অঞ্চলে তাদের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। অধিকৃত অঞ্চলগুলোতে এবং সেখান থেকে আইটিএ পরিষেবা ২ নভেম্বর পুনরায় চালু হওয়ার কথা ছিল।
ভ্যাটিকান: ইসরায়েল গণহত্যা করেছে
গাজা যুদ্ধের বিরুদ্ধে ভ্যাটিকান ক্যাথলিক চার্চ তার অন্যতম শক্তিশালী অবস্থান নিয়ে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আক্রমণকে "অমানবিক এবং অপ্রতিরোধ্য" বলে অভিহিত করেছে এবং জোর দিয়ে বলেছে যে ইসরায়েল গাজায় গণহত্যার অপরাধ করেছে।
পাকিস্তানের স্পিকার: ইরানের সাথে সম্পর্ক জোরদার করা আমাদের অগ্রাধিকার
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক সোমবার ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি-মোকাদ্দামের সাথে দেখা করেন। তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য তেহরান ও ইসলামাবাদের অবস্থানের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে সম্পর্ক জোরদার করা, বিশেষ করে অর্থনৈতিক ও সংসদীয় খাতে, পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
জাতিসংঘ: বিশ্বব্যাপী ৬৭ কোটি ৬০ লক্ষ নারী ও মেয়েশিশু প্রাণঘাতী সংঘাতের মধ্যে বসবাস করে
সোমবার বিশ্বজুড়ে নারীর অবস্থা সম্পর্কে এক প্রতিবেদনে জাতিসংঘ নারীর নির্বাহী পরিচালক সিমা বাহুথ বলেছেন: ৬৭ কোটি ৬০ লক্ষ নারী ও মেয়েশিশু প্রাণঘাতী সংঘাতের মধ্যে বাস করে যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ সংখ্যা। তিনি আরও বলেন: "আজ আমরা সামরিক ব্যয় বৃদ্ধি এবং লিঙ্গ সমতা ও বহুপাক্ষিকতার বিরুদ্ধে নতুন করে চাপের সম্মুখীন হচ্ছি, যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার ভিত্তিকে হুমকির মুখে রেখেছে।"
পার্স টুডে/এমএএইচ/০৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।