ব্রিটিশ পুলিশের সাথে ফিলিস্তিনি সমর্থকদের সংঘর্ষের প্রতিক্রিয়ায় ইউরোপীয় কাউন্সিল
https://parstoday.ir/bn/news/world-i153026-ব্রিটিশ_পুলিশের_সাথে_ফিলিস্তিনি_সমর্থকদের_সংঘর্ষের_প্রতিক্রিয়ায়_ইউরোপীয়_কাউন্সিল
পার্সটুডে- "অ্যাকশন ফর প্যালেস্টাইন" গ্রুপের উপর নিষেধাজ্ঞা জারির পর শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তারের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের মানবাধিকার কমিশনার। সংস্থাটি জোর দিয়ে বলেছেন যে সন্ত্রাসবিরোধী আইন বাস্তবায়ন নাগরিক স্বাধীনতা দমনের হাতিয়ার হওয়া উচিত নয়।
(last modified 2025-10-16T02:18:28+00:00 )
অক্টোবর ১৫, ২০২৫ ১২:১১ Asia/Dhaka
  • • লন্ডনকে মৌলিক স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ করেছে ইউরোপীয় কাউন্সিল
    • লন্ডনকে মৌলিক স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ করেছে ইউরোপীয় কাউন্সিল

পার্সটুডে- "অ্যাকশন ফর প্যালেস্টাইন" গ্রুপের উপর নিষেধাজ্ঞা জারির পর শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তারের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের মানবাধিকার কমিশনার। সংস্থাটি জোর দিয়ে বলেছেন যে সন্ত্রাসবিরোধী আইন বাস্তবায়ন নাগরিক স্বাধীনতা দমনের হাতিয়ার হওয়া উচিত নয়।

ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব শাবানেহ মাহমুদকে লেখা একটি সরকারী চিঠিতে, কাউন্সিল অফ ইউরোপের মানবাধিকার কমিশনার মাইকেল ও'ফ্লাহার্টি দেশে ফিলিস্তিনি সমর্থকদেরকে গ্রেপ্তারের সমালোচনা করে, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ বিক্ষোভ দমনের জন্য সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেছেন। একইসাথে তিনি ব্রিটিশ স্বরাষ্ট্র অফিসের নীতিগুলির জরুরি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।

IRNA-এর বরাত দিয়ে পার্সটুডে অনুসারে, কাউন্সিল অফ ইউরোপের মানবাধিকার কমিশনার মাইকেল ও'ফ্লাহার্টি ফিলিস্তিনের সমর্থনে প্ল্যাকার্ড বহনকারী ব্যক্তিদের গ্রেপ্তারের কথা উল্লেখ করে  লিখেছেন: "আইন কেবলমাত্র প্রয়োজনের ক্ষেত্রে এবং জননিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োগ করা উচিত, মতামত প্রকাশ বা শান্তিপূর্ণ সমাবেশকে দমনের জন্য নয়।"

পুলিশ, অপরাধ, শাস্তি এবং আদালত আইন (২০২২) এবং পাবলিক অর্ডার আইন (২০২৩) সহ নতুনসব আইনের সমালোচনা করে ও'ফ্লাহার্টি বলেন, এসব  আইনের অস্পষ্ট সংজ্ঞাসহ এই বিধিগুলো বিক্ষোভের উপর বিধিনিষেধ আরোপ ও দমনের অনুমতি দেয়। ইউরোপীয় কাউন্সিলের মানবাধিকার কমিশনার যুক্তরাজ্য সরকারের কাছে এই বিধিগুলির অধীনে জারি করা সমস্ত গ্রেপ্তার এবং সাজা পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় কর্মকর্তা "অপরাধ এবং পুলিশিং" নামে একটি নতুন বিল সম্পর্কেও সতর্ক করেছেন যা শান্তিপূর্ণ কর্মকাণ্ডকে অপরাধ হিসাবে তুলে ধরতে পারে

সাম্প্রতিক মাসগুলিতে, জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন ব্রিটেনে "সন্ত্রাসবাদ বিরোধী আইনের রাজনীতিকরণ" সম্পর্কেও সতর্ক করেছে। গত আগস্টে অ্যাকশন ফর প্যালেস্টাইন গ্রুপ নিষিদ্ধ করার পর থেকে, লন্ডন এবং অন্যান্য শহরে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যেটাকে কিনা নাগরিক সংগঠনগুলো সেদেশে রাজনৈতিক স্বাধীনতার জন্য একটি গুরুতর হুমকি হিসাবে অভিহিত করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।