ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে ইরানের আহ্বান / 'রাজতন্ত্রকে না' ট্রাম্পবিরোধী বিক্ষোভ আমেরিকাজুড়ে
https://parstoday.ir/bn/news/world-i153180-ইসরায়েলকে_বিচারের_মুখোমুখি_করতে_ইরানের_আহ্বান_'রাজতন্ত্রকে_না'_ট্রাম্পবিরোধী_বিক্ষোভ_আমেরিকাজুড়ে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকগোষ্ঠী কর্তৃক বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন যার মধ্যে রয়েছে সম্প্রতি বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারকে তাদের বাসভবনে ফেরার পথে বহনকারী একটি গাড়ির উপর হামলা।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ১৯, ২০২৫ ১১:৫৪ Asia/Dhaka
  • ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে ইরানের আহ্বান / 'রাজতন্ত্রকে না' ট্রাম্পবিরোধী বিক্ষোভ আমেরিকাজুড়ে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকগোষ্ঠী কর্তৃক বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন যার মধ্যে রয়েছে সম্প্রতি বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারকে তাদের বাসভবনে ফেরার পথে বহনকারী একটি গাড়ির উপর হামলা।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গাজা উপত্যকায় ইহুদি শাসকগোষ্ঠী কর্তৃক বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন যার মধ্যে রয়েছে তাদের বাসভবনে ফেরার পথে একটি বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারকে বহনকারী একটি গাড়ির উপর সাম্প্রতিক হামলা যার ফলে ৭ শিশু এবং ২ নারীসহ ১১ জন নিহত হয়েছেন এবং রাফাহ ক্রসিং পুনরায় খোলার প্রতিশ্রুতি পূরণে সরকারের অস্বীকৃতি। পার্সটুডে অনুসারে, বাকায়ি ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অনুরূপ ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা লঙ্ঘন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাসের কথা উল্লেখ করে এই ক্ষেত্রে জামিনদার দেশগুলোর প্রত্যক্ষ দায়িত্বের কথা উল্লেখ করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে দখলদার শাসকগোষ্ঠীকে অপরাধ বন্ধ করতে বাধ্য করা যায়, দখলদারদের গাজা থেকে প্রত্যাহার করা যায়, গাজার জনগণকে খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা যায় এবং অপরাধীদের বিচার ও শাস্তির প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় যাতে তারা আরও অপরাধ করতে না পারে।

ইন্দোনেশিয়া ইসরায়েলি ক্রীড়াবিদদের ভিসা প্রত্যাখ্যান করেছে

ইন্দোনেশিয়ার সরকার ঘোষণা করেছে যে তারা জাকার্তায় ২০২৫ সালের বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নির্ধারিত ছয় ইসরায়েলি ক্রীড়াবিদকে ভিসা দেবে না। ইন্দোনেশিয়ার আইন বিষয়ক, অভিবাসন ও সংস্কার বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী ইয়োসরিল ইহেজা মহেন্দ্রের মতে, আগামী বছরের ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় ক্রীড়াবিদরা অংশগ্রহণ করবেন না। তিনি জোর দিয়ে বলেছেন যে ফিলিস্তিন সম্পূর্ণরূপে মুক্ত না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রে দেশব্যাপী রাজতন্ত্রকে না প্রতিবাদ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু শহরে গতকাল শনিবার ‘নো কিংস’ শীর্ষক বিক্ষোভ–সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকেরা বলেন, সারা দেশে ২ হাজার ৬০০–এর বেশি জায়গায় এমন বিক্ষোভ হয়েছে বলে তাঁরা মনে করছেন। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, এদিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এ বিক্ষোভ–সমাবেশ হয়। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে এবং এখানে কোনো রাজা থাকা উচিত নয়। গার্ডিয়ান আরও বলেছে, এদিন কয়েক লাখ মানুষ ‘নো কিং’ বিক্ষোভে অংশ নিয়েছেন।

অনেক জায়গায় বিক্ষোভকারীদের হাতে ‘নাথিং ইজ মোর প্যাট্রিওটিক দ্যান প্রোটেস্টিং’ (বিক্ষোভের চেয়ে বড় দেশপ্রেম আর হয় না) কিংবা ‘রিজিস্ট ফ্যাসিজম’ (ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন) এমন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।

বিক্ষোভগুলোকে অনেকটা সড়কে হওয়া উৎসবের মতো দেখাচ্ছিল। এ বছর জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর এটি তাঁর বিরুদ্ধে তৃতীয় বৃহৎ গণবিক্ষোভ। এবার এমন এক সময় বিক্ষোভ হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার শাটডাউনে (অচলাবস্থায়) পড়েছে। গতকাল ছিল শাটডাউনের ১৮তম দিন। তহবিলের জোগান না থাকায় শাটডাউনের কারণে বহু ফেডারেল কর্মসূচি ও সেবা বন্ধ হয়ে আছে।

বিক্ষোভকারীরা নিউইয়র্কের টাইমস স্কয়ার, বোস্টন কমন, শিকাগোর গ্রান্ট পার্কসহ গুরুত্বপূর্ণ অনেক স্থানে সমবেত হয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রকে বেইজিং: বাণিজ্য বুলিং নীতি একপাশে রাখুন

বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে বেইজিংয়ের মিশন মার্কিন সরকারকে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করার কারণ বলে অভিহিত করেছে এবং দেশটির কর্মকর্তাদের এই আন্তর্জাতিক সংস্থার নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে চীনা মিশনের বিবৃতিতে বলা হয়েছে,  শিল্প নীতিতে বাণিজ্য বুলিং নীতি এবং দ্বৈত মান ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করছে।

উলিয়ানভ: ইরানের পারমাণবিক কর্মসূচির বিস্তার রোধের বিষয়টি নিরাপত্তা পরিষদের এজেন্ডা থেকে বাদ দেওয়া হয়েছে।

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলিতে রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ শনিবার রাতে X সোশ্যাল নেটওয়ার্কে জেসিপিওএ'র সমাপ্তি সম্পর্কে লিখেছেন,  রেজোলিউশন ২২৩১'র  8 নম্বর অনুচ্ছেদ অনুসারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ ইরানের পারমাণবিক ইস্যুটির বিবেচনা শেষ করেছে এবং এখন থেকে, কাউন্সিল যে বিষয়গুলো সমাধান করবে তার তালিকা থেকে অ-প্রসারণের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। ইরান, রাশিয়া এবং চীন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি ভ্যাসিলি নেবেনজিয়াকে রেজোলিউশন ২২৩১-এর সমাপ্তি সম্পর্কে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে যে তথাকথিত "স্ন্যাপব্যাক" প্রক্রিয়া সক্রিয় করার জন্য তিনটি ইউরোপীয় দেশের প্রচেষ্টা স্বভাবতই আইনত এবং সাংবিধানিকভাবে ত্রুটিপূর্ণ এবং আইনি বৈধতার অভাব রয়েছে।#

 

পার্সটুডে/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।