মামোস্তা মোরাদি: বলদর্পীদের বিরোধীতা মানুষের ঐশী প্রকৃতির মধ্যেই নিহিত
মাওলানা চৌধুরী: ইমাম খামেনেয়ী বিশ্বের নিপীড়িতদের সমর্থক
-
পশ্চিম ইরানের কেরমানশাহের সুন্নি জুমার ইমাম মামোস্তা মোল্লা আব্দুর রহমান মোরাদি
পার্সটুডে- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বিশিষ্ট সুন্নি পণ্ডিত ইসলামি বিপ্লবের নেতা ইমাম আলী খামেনেয়ীকে বিশ্বের নির্যাতিত মানুষের প্রকৃত সমর্থক বলে অভিহিত করেছেন।
হাওজা সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডের মতে, পশ্চিম বঙ্গ ওলামা সমিতির প্রধান মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন যে ইসলামি বিপ্লবের নেতা ইমাম আলী খামেনেয়ীরে দিকনির্দেশনা একটি পথপ্রদর্শক আলোর মতো। ভারতে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমিন আব্দুল মাজিদ হাকিমিল্লাহির সাথে এক বৈঠকে এই সুন্নি পণ্ডিত আরো বলেন, ইসলামী বিপ্লবের নেতার দিকনির্দেশনা আমাদের জন্য একটি পথপ্রদর্শক আলো, কারণ তিনি বিশ্বের নির্যাতিত মানুষের প্রকৃত সমর্থক, এবং আমরা সর্বদা নির্যাতিতদের সমর্থন করব এবং ইসলামী বিপ্লবের পাশে থাকব।
ভারতে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্দুল মাজিদ হাকিমিল্লাহি এই বৈঠকে বলেন, "ভারতে মুসলিম ও অমুসলিমদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ইসলামের উজ্জ্বল শিক্ষা এবং এই দেশের শিক্ষিত আলেমদের সংগ্রামের ফল।" ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতি ভারতের মুসলিম এমনকি অমুসলিমদের আন্তরিক ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে হোজ্জাতুল ইসলাম আব্দুল মাজিদ হাকিমিল্লাহি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "প্রকৃতপক্ষে, আপনার আন্তরিক প্রার্থনা এবং সমর্থন ঐশী আশীর্বাদের বর্ষণ হয়েছে এবং ন্যায়পরায়ণ ফ্রন্টের বিজয় এনেছে।" এই বৈঠকের শেষে, উভয় পক্ষ ইরান ও ভারতের মধ্যে বৈজ্ঞানিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্ক জোরদার ও সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং শীঘ্রই দুই দেশের আলেম ও চিন্তাবিদদের মধ্যে পারস্পরিক বৈঠক এবং বৈঠক আয়োজনে সম্মত হয়।
কেরমানশাহে সুন্নি জুমার নামাজের ইমাম: বলদর্পীদের বিরোধীতা মুমিনদের হৃদয়ে একটি ঐশী গুণ
এদিকে, পশ্চিম ইরানের কেরমানশাহে সুন্নি জুমার নামাজের ইমাম মামোস্ততা মোল্লা আবদুর রহমান মোরাদি জোর দিয়ে বলেছেন যে বলদর্পীদের বিরোধীতা মানুষের ঐশ প্রকৃতিতে নিহিত এবং মুমিনদের হৃদয়ে একটি সহজাত গুণ। একইসঙ্গে তিনি বলেছেন, পবিত্র কুরআন সর্বদা মানবতাকে নিপীড়ন, অত্যাচার এবং অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে এবং অহংকারীদেরকে দুনিয়া ও আখেরাতে কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে। মামোস্ততা মোরাদি বলেছেন যে ক্ষমতা প্রদর্শন এবং জনমতকে প্রতারিত করা অহংকারীদের স্বাভাবিক পদ্ধতি। তিনি বলেন যে পশ্চিমা ও পূর্ব শক্তিগুলো নিজেদেরকে বিশ্বব্যাপী সংস্কৃতি, রাজনীতি এবং অর্থনীতির মালিক বলে মনে করে এবং তাদের স্বার্থ রক্ষার জন্য তারা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে।#
পার্সটুডে/এমবিএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।