ইউরোপীয় ত্রয়িকার কর্মকাণ্ডের সমালোচনা ইরানের/ 'মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের দুষ্টচক্রের অবসান হবেই'
পার্সটুডে - ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ফরাসি প্রতিপক্ষের সাথে এক বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরসে তিনটি ইউরোপীয় দেশের পদক্ষেপের সমালোচনা করেছেন।
বুধবার সন্ধ্যায় প্যারিসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারোটের সাথে এক বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরসে তিনটি ইউরোপীয় দেশের কর্মক্ষমতার সমালোচনা করেছেন। বর্তমান পরিস্থিতির জন্য তাদের দায়িত্ব তুলে ধরেছেন এবং আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে একটি দায়িত্বশীল, স্বাধীন পদ্ধতির আহ্বান জানিয়েছেন বিশেষ করে পরমাণু বিস্তার রোধ চুক্তির ৪ নম্বর ধারা অনুসারে। পার্সটুডে অনুসারে, এই বৈঠকে আরাকচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের ইরানের আইনি অধিকারের ওপরও জোর দিয়েছেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি নিশ্চিত করার জন্য যুক্তিসঙ্গত ও যৌক্তিক আলোচনার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানকে তার সদিচ্ছা এবং গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন যে, যেসব পক্ষ প্রথমে আইনের স্পষ্ট লঙ্ঘন করে জেসিপিওএ থেকে বেরিয়ে এসেছে এবং পরবর্তীতে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে এবং ইরানের সুরক্ষার অধীনে স্থাপনাগুলোতে আক্রমণ করেছে তাদের অবশ্যই তাদের অতিরিক্ত এবং হুমকিমূলক পদক্ষেপ বন্ধ করতে হবে এবং তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।
শেখ নাইম কাসেম: মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের দুষ্টচক্র শেষ হবে
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বুধবার জোর দিয়ে বলেন যে সংকট যতই তীব্র হোক না কেন সেগুলো সমাধান করা হবে এবং মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের দুষ্টচক্র শেষ হবে। লেবাননের হিজবুল্লাহর মহাসচিব আরো বলেন, হিজবুল্লাহ, ইসলামি প্রতিরোধ এবং বাসিজ হল ইমাম মাহদী (আ.)-এর ন্যায়বিচার এবং দুনিয়া ও আখেরাতে সুখ অর্জনের পতাকাবাহী।
ইসরায়েলের আগ্রাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে নিরাপত্তা পরিষদকে ইরানের চিঠি
এদিকে,জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা স্বীকার করার বিষয়ে নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে বলেছেন, আন্তর্জাতিকভাবে এই অন্যায় কাজের ফলে সৃষ্ট সমস্ত ক্ষতি ও ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের জন্য একটি জবাবদিহিতা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং পূর্ণ ক্ষতিপূরণ প্রদানের জন্য উপলব্ধ সমস্ত আইনি পথ অনুসরণ করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান তার পূর্ণ এবং প্রশ্নাতীত অধিকার সংরক্ষণ করে।
জাতিসংঘ: আমরা গিনি-বিসাউয়ের পরিস্থিতি উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছি
অন্যদিকে, গিনি-বিসাউতে অভ্যুত্থানের ঘোষণার পর জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বুধবার ঘোষণা করেছেন যে এই আন্তর্জাতিক সংস্থাটি গিনি-বিসাউয়ের ঘটনাবলী উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। গিনি-বিসাউ সেনাবাহিনী বুধবার ভোরে প্রেসিডেন্ট প্রাসাদের ভিতরে তার অফিস থেকে দেশটির প্রেসিডেন্ট "আমর সিসোকো এমবালু" কে গ্রেপ্তার করেছে। গিনি-বিসাউতে অভ্যুত্থানটি ঘটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণার পর প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন যে তিনি ৬৫% ভোট পেয়েছেন।
নাইজেরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা
এই ঘটনাবলীর পাশাপাশি নাইজেরিয়ার প্রেসিডেন্ট গত ১০ দিনে দেশটিতে ৩৫০ জনেরও বেশি লোককে অপহরণের পর পুরো নাইজেরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে দেশের পুলিশ বাহিনী ২০,০০০ নতুন কর্মী নিয়োগ করবে যার ফলে মোট পুলিশ বাহিনীর সংখ্যা ৫০,০০০ হবে।
হোয়াইট হাউসের কাছে গুলি; ২ মার্কিন ন্যাশনাল গার্ড সদস্য নিহত
মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নয়েম বুধবার "এক্স" সোশ্যাল নেটওয়ার্কে এক বার্তায় ঘোষণা করেছেন যে বুধবার ওয়াশিংটনে দুই মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ হয়ে মার্কিন ন্যাশনাল গার্ডের দুই সদস্য নিহত হয়েছেন।
পার্সটুডে/এমবিএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন