ব্রিটিশ কমান্ডারদের ছত্রছায়ায় আফগান জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ
https://parstoday.ir/bn/news/world-i154620-ব্রিটিশ_কমান্ডারদের_ছত্রছায়ায়_আফগান_জনগণের_বিরুদ্ধে_যুদ্ধাপরাধ
পার্সটুডে- একজন সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা আফগানিস্তানে ব্রিটিশ বিশেষ বাহিনীর দেয়া বেআইনি মৃত্যুদণ্ড এবং এই অপরাধের বিরুদ্ধে ব্রিটিশ কমান্ডারদের নীরবতার ঘটনা প্রকাশ করে দিয়েছেন।
(last modified 2025-12-02T12:50:18+00:00 )
ডিসেম্বর ০১, ২০২৫ ১৭:৩৫ Asia/Dhaka
  • ব্রিটিশ কমান্ডারদের  আফগান জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ
    ব্রিটিশ কমান্ডারদের আফগান জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ

পার্সটুডে- একজন সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা আফগানিস্তানে ব্রিটিশ বিশেষ বাহিনীর দেয়া বেআইনি মৃত্যুদণ্ড এবং এই অপরাধের বিরুদ্ধে ব্রিটিশ কমান্ডারদের নীরবতার ঘটনা প্রকাশ করে দিয়েছেন।

আল-মায়াদিনের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, একজন সাবেক সিনিয়র ব্রিটিশ কর্মকর্তা এক তদন্তে এ কথা ফাঁস করে দিয়েছেন যে আফগানিস্তানে ব্রিটিশ বিশেষ বাহিনীর ইউনিটগুলি ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে সন্দেহভাজন আফগানদের তাড়াহুড়ো করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে; এটি এমন একটি কাজ যা যুদ্ধাপরাধ। এ ঘটনা থেকে বোঝা যায় ব্রিটিশ সেনা কমান্ডের শৃঙ্খলা লঙ্ঘন সম্পর্কে জানা সত্বেও অপরাধীদের বিরুদ্ধে সেনা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।

এসএএস বাহিনীর দ্বারা ৫৪ জনকে হত্যার বিষয়ে বিবিসির তথ্যচিত্র উন্মোচিত হওয়ার পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দেয়। তদন্তের লক্ষ্য হল বেআইনি হত্যাকাণ্ডের সত্যতা বের করে আনা এবং এই ঘটনা ধামাচাপা দেওয়ার বিষয়টি তদন্ত করা। মামলার তদন্তকারী কমিটির প্রধান বিচারক চার্লস হ্যাডন-কিফ দায়ীদের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন।

এই যুদ্ধাপরাধের বিষয়ে, একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা ব্যাখ্যা করেছেন যে তিনি ২০১১ সাল থেকে মৃত্যুর সংখ্যা এবং জব্দ করা অস্ত্রের সংখ্যার মধ্যে অসঙ্গতি খুঁজে পান। তিনি বিশ্বাস করেন যে এটি বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড। পরে তিনি সামরিক পুলিশকে তাৎক্ষণিকভাবে অবহিত না করার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।#

পার্সটুডে/এমআরএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।