ক্রিসমাসে দারিদ্রের ছাপ! ফ্রান্সের মানুষ উপহার হিসেবে কিনছে পুরোনো পণ্য
https://parstoday.ir/bn/news/world-i154820-ক্রিসমাসে_দারিদ্রের_ছাপ!_ফ্রান্সের_মানুষ_উপহার_হিসেবে_কিনছে_পুরোনো_পণ্য
পার্সটুডে- অর্থনৈতিক সংকটের কারণে ফরাসি জনগণকেও ক্রিসমাস উপহার হিসেবে পুরোনো ও ব্যবহৃত পণ্যের দিকে ঝুঁকে পড়তে দেখা গেছে।
(last modified 2025-12-07T12:17:48+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২৫ ১৬:৪৮ Asia/Dhaka
  •  ফ্রান্সের মানুষ উপহার হিসেবে কিনছে পুরোনো পণ্য
    ফ্রান্সের মানুষ উপহার হিসেবে কিনছে পুরোনো পণ্য

পার্সটুডে- অর্থনৈতিক সংকটের কারণে ফরাসি জনগণকেও ক্রিসমাস উপহার হিসেবে পুরোনো ও ব্যবহৃত পণ্যের দিকে ঝুঁকে পড়তে দেখা গেছে।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, লা মন্ড পত্রিকা 'ক্রিসমাসের উপহার যখন পুরোনো'  শিরোনামের একটি নিবন্ধে লেখা হয়েছে- কীভাবে অর্থনৈতিক সংকট ধীরে ধীরে ফ্রান্সে ক্রিসমাসের ভোগ-বিলাস সংক্রান্ত ঐতিহ্যকে বদলে দিচ্ছে।

লা মন্ড আরও লিখেছে, ফ্রান্সের কিছু মানুষ ছুটির কেনাকাটার জন্য ব্যবহৃত পণ্য কেনার দিকে ঝুঁকে পড়তে দেখা গেছে। পণ্যের ত্রুটিজনিত ঝুঁকি থাকা সত্ত্বেও এবং “কৃপণ” বলে বিবেচিত হওয়ার ভয় থাকা সত্ত্বেও তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

লা মন্ড আরও জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত উদ্ভাবনের গতি কমে যাওয়ায় কিছু ভোক্তার দৃষ্টিতে নতুন পণ্য ও তিন বছর আগে বাজারে আসা পণ্যের মধ্যে পার্থক্য আর ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন