ট্রাম্পের কৌশলবিদের সতর্কবার্তা: ইরানের সমস্যা আমাদের সমস্যা নয়, মিনিয়াপোলিস আমাদের সমস্যা
-
ট্রাম্পের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যানন
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যানন দেশটির প্রেসিডেন্টকে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোটা হবে বোকামি, মিনিয়াপোলিসের পরিস্থিতির দিকে মনোযোগ দিন।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভের পর ফেডারেল অভিবাসন ও সীমান্ত সুরক্ষা সংস্থার সদস্যদের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ হয়েছে। অভিবাসন ও শুল্ক দপ্তর বা আইসিই'র এক কর্মকর্তার গুলিতে রেনি গুড নিহত হওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়, যা পরে অ্যালেক্স পার্টি নামের আরেক ব্যক্তির মৃত্যুর মাধ্যমে আরও তীব্র আকার ধারণ করে।
ইসনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ ও সাবেক কৌশলবিদ স্টিভ ব্যানন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা বৃদ্ধির কঠোর সমালোচনা করে ইরানের বিরুদ্ধে যেকোনো হামলাকে “ইসরায়েল সবার আগে” নীতির অংশ এবং এটাকে সম্পূর্ণ বোকামি বলে আখ্যা দেন।
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক হুমকির প্রসঙ্গে ব্যানন বলেন, “তেহরানের সমস্যা আমাদের সমস্যা নয়। মিনিয়াপোলিসের সমস্যা আমাদের সমস্যা। আমরা কেবল আমাদের নিজেদের সমস্যারই সমাধান করতে পারি।”#
পার্সটুডে/এসএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।