ইরান আত্মরক্ষায় দ্বিধা করবে না- পেজেশকিয়ান: আইআরজিসির বিরুদ্ধে ইইউ'র পদক্ষেপ অবৈধ
https://parstoday.ir/bn/news/world-i156576-ইরান_আত্মরক্ষায়_দ্বিধা_করবে_না_পেজেশকিয়ান_আইআরজিসির_বিরুদ্ধে_ইইউ'র_পদক্ষেপ_অবৈধ
পার্সটুডে: ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারের আমির ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনালাপে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক ও অস্থিতিশীল কর্মকাণ্ডের পর উদ্ভূত আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।
(last modified 2026-01-30T09:26:00+00:00 )
জানুয়ারি ৩০, ২০২৬ ১৫:২০ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান
    মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে: ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারের আমির ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনালাপে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক ও অস্থিতিশীল কর্মকাণ্ডের পর উদ্ভূত আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল (বৃহস্পতিবার) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে-সানি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সঙ্গে পৃথক ফোনালাপে কাতার ও পাকিস্তানের অব্যাহত ভ্রাতৃত্বপূর্ণ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি আশা প্রকাশ করেন যে, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, সংহতি ও সহযোগিতা আরও শক্তিশালী হবে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক আইনের ভিত্তিতে মর্যাদাপূর্ণ কূটনীতির প্রতি ইরানের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সমতা, হুমকি ও জোরজবরদস্তি পরিহার এবং উইন-উইন ফলাফল অর্জনের ভিত্তিতে সংলাপই ইরানের দৃষ্টিভঙ্গি।

তিনি জোর দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিই বাস্তব সংলাপ ও কূটনীতি চায়, তবে তাদের উসকানিমূলক ও উত্তেজনাকর কর্মকাণ্ড বন্ধ করে বাস্তবে সংলাপের প্রতি অঙ্গীকার প্রমাণ করতে হবে।

পেজেশকিয়ান আরও বলেন, ইরান কখনো যুদ্ধ শুরু করেনি এবং সংঘাত চায় না।

তিনি বলেন: “আমরা বিশ্বাস করি যুদ্ধ ও সংঘাত কোনো পক্ষেরই উপকারে আসে না এবং আমরা কূটনীতির পথেই অটল। তবে অতীত অভিজ্ঞতার মতো আলোচনার সময় হুমকি বা হামলার শিকার হতে দেব না এবং দেশ ও জাতিকে দৃঢ়তার সঙ্গে রক্ষা করব।”

ইরানের ক্ষেপণাস্ত্র

ইরানে সামরিক হামলার পরিণতি গুরুতর হবে: মার্কিন মিত্রদের সতর্কবার্তা

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্ররা সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা থেকে বিরত রাখার চেষ্টা করেছে। তারা সতর্ক করে বলেছে, এমন হামলা হলে গোটা অঞ্চল আরও বৃহৎ সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বুধবার নতুন করে ইরানকে হুমকি দেওয়ার আগেই মিত্র দেশগুলো জোর দিয়ে বলেছিল যে, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন উচিত নয়, কারণ এতে অঞ্চলব্যাপী যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ফ্রেডরিশ মেরৎস

ইউরোপে যৌথ পারমাণবিক ছাতা নিয়ে আলোচনা শুরু: মেরৎস

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ মেরৎস বলেন, ইউরোপীয় দেশগুলো যৌথ পারমাণবিক প্রতিরক্ষা ছাতা (nuclear umbrella) গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছে। তবে এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি জানান, এনপিটি চুক্তি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) এবং ১৯৯০ সালের জার্মান একত্রীকরণ চুক্তি অনুযায়ী জার্মানি নিজে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে না, তবে ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলোর সঙ্গে যৌথ সমাধান নিয়ে আলোচনা করতে আইনগত বাধা নেই।

আইআরজিসি'র লোগো

ইউরোপীয় ইউনিয়নের অবৈধ পদক্ষেপ: আইআরজিসিকে তথাকথিত সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত

ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক, অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপ হিসেবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-কে তথাকথিত সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের আইনি প্রক্রিয়ার পরিপন্থী এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করা হয়েছে।

ইইউ'র আইন অনুযায়ী, কোনো সদস্য দেশের আদালতের রায় ছাড়া কোনো প্রতিষ্ঠানকে সন্ত্রাসী ঘোষণা করা যায় না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সঙ্গে করমর্দন করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জঙ্গল আইন-এ ফিরে যাওয়ার হুঁশিয়ারি চীনের

চীন থেকে আসা খবরে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সঙ্গে বৈঠকে বলেন, বিশ্ব আবার “জঙ্গল আইনের” যুগে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন তখনই কার্যকর হবে যখন সব দেশ তা মেনে চলবে।#

পার্সটুডে/এমএআর/৩০