শিকাগো পুলিশের বিরুদ্ধে মামলা করলেন হিজাব পরিহিত মুসলিম নারী
-
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কেয়ারের এক কর্মকর্তা। পাশে বসে রয়েছেন আল-মাতার
নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো পুলিশের বিরুদ্ধে একজন হিজাব পরিহিত মুসলিম তরুণী মামলা দায়ের করেছেন। নগরীর একটি মেট্রো রেলস্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে ‘ভুল করে’ সন্ত্রাসী সন্দেহে আটক করার এক বছর পর গতকাল (বৃহস্পতিবার) তিনি এ মামলা দায়ের করলেন।
২০১৫ সালের ৪ জুলাই মাথায় স্কার্ফ পরে এবং মুখমণ্ডল আবৃত করে মেট্রো স্টেশন থেকে বের হয়ে আসছিলেন ইতেমিদ আল-মাতার। এ সময় শিকাগো পুলিশ সহিংস কায়দায় কিল-ঘুষি মেরে তাকে আটক করে।
তিনি বলেন, পুলিশ জনসমক্ষে তার মাথার স্কার্ফ টান দিয়ে খুলে ফেলে এবং পরে থানায় নিয়ে গোটা দেহে তল্লাশি চালায়। এর মাধ্যমে তার নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেন মাতার। পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়, মাতারের বিরুদ্ধে অত্যধিক বলপ্রয়োগের পাশাপাশি তাকে মিথ্যা অপবাদে আটক করা হয়েছে এবং তার ধর্মীয় স্বাধীনতা ভোগের অধিকার লঙ্ঘন করেছে পুলিশ।
সে সময় পুলিশ দাবি করেছিল, ওই মুসলিম তরুণী সন্দেহজনক আচরণ করছিল।

মাতারের পক্ষ থেকে দায়ের করা ফেডারেল লসুইটে বলা হয়েছে, কয়েকজন পুলিশ কর্মকর্তা চলন্ত সিঁড়ির নীচ দিয়ে দৌড়ে এসে হিজাব পরিহিত তরুণীকে ধরে নীচে ফেলে দেয়। এরপর তার হিজাব টেনে খুলে ফেলে তারা। এতে আরো বলা হয়, হিজাব ও নিকাব পরার কারণেই মার্কিন পুলিশ কর্মকর্তারা আল-মাতারের সঙ্গে এমন সহিংস আচরণ করে।
কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে আমেরিকায় ইসলাম-আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার অংশ বলে উল্লেখ করেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২