হিলারি-ট্রাম্প সবচেয়ে নিন্দিত মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী: জরিপ
https://parstoday.ir/bn/news/world-i19102-হিলারি_ট্রাম্প_সবচেয়ে_নিন্দিত_মার্কিন_প্রেসিডেন্ট_প্রার্থী_জরিপ
আমেরিকার এক নতুন জনমত জরিপে দেখা গেছে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প দেশটির ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থী এবং মার্কিন জনগণের মধ্যে তাদের প্রতি অপছন্দের হার সমান। 
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৬ ২০:৪৯ Asia/Dhaka
  • হিলারি-ট্রাম্প সবচেয়ে নিন্দিত মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী: জরিপ

আমেরিকার এক নতুন জনমত জরিপে দেখা গেছে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প দেশটির ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থী এবং মার্কিন জনগণের মধ্যে তাদের প্রতি অপছন্দের হার সমান। 

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের সাম্প্রতিক এক জরিপে বেরিয়ে এসেছে এই তথ্য। 
জরিপে দেখা গেছে ভোটদাতাদের ৪১ শতাংশ ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিলারিকে পছন্দের প্রার্থী এবং ৫৬ শতাংশ ভোটদাতা তাকে অপছন্দনীয় প্রার্থী বলে উল্লেখ করেছেন। 
অন্যদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পছন্দের প্রার্থী বলেছেন কেবল ৩৫ শতাংশ ভোটদাতা। ৬৩ শতাংশ ভোটদাতাই তাকে তাকে অপছন্দনীয় প্রার্থী বলে মন্তব্য করেছেন।
'রিয়েল ক্লিয়ার পলিটিক্স' নামের একটি জরিপ সংস্থা বলেছে, জনপ্রিয়তার দিক থেকে হিলারি ট্রাম্পের চেয়ে ৫ শতাংশ এগিয়ে রয়েছেন। হিলারি জনপ্রিয়তার দৌড়ে কিছুদিন আগেও ট্রাম্পের চেয়ে আরও বেশি ব্যবধানে এগিয়ে ছিলেন (৪৮শতাংশ)। কিন্তু সম্প্রতি হিলারির পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ের ই-মেইল এবং ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে তার সম্পর্ক ফাঁস হওয়ার পর এই ব্যবধান কমে যায় (৪২ শতাংশ)। ট্রাম্প হিলারির এই সম্পর্কের বিষয়টিকে দুর্নীতি বলে দাবি করে আসছেন। 
হিলারি ও ট্রাম্পের আগে ১৯৯২ সালে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জর্জ ডাবলিও বুশ দেশটির ইতিহাসের সবচেয়ে ঘৃণিত প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। সে সময় ৫৩ শতাংশ মার্কিন ভোটার তাকে সবচেয়ে অপছন্দনীয় প্রার্থী বলে উল্লেখ করেছিল। 
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত বুধবার বলেছিলেন, মার্কিন সরকার ও দেশটির প্রধান দু’টি দলই ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্পর্কে কোনো মন্তব্য করার নৈতিক অধিকার রাখে না, কারণ এ দুই দলই ব্যাপক অপরাধযজ্ঞ ও বিপর্যয় সৃষ্টিতে জড়িত হয়েছে। # 

পার্সটুড/মু.আ.হুসাইন/৩