হেলমান্দ প্রদেশে ঢুকে পড়েছে তালেবান, সংঘর্ষ চলছে
উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবান বড় ধরনের অভিযান চালিয়ে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানীতে ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সাদিক জানিয়েছেন, তালেবান সন্ত্রাসীরা আজ (সোমবার) লশকরগাহ শহরে কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। তিনি বলেন, আফগান নিরাপত্তা বাহিনী খুব শিগগিরি তালেবানের বিরুদ্ধে অভিযান চালাবে এবং তাদেরকে সেখান থেকে হটিয়ে দেবে।
এদিকে, গেরিলারা শহরের দিকে অগ্রসর হচ্ছে বলে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন। হেলমান্দের প্রাদেশিক পরিষদের উপ-পরিচালক আব্দুল মাজিদ আখোজাদে বলেছেন, গেরিলারা প্রতিরক্ষা নিরাপত্তা বলয় ভেঙে শহরে প্রবেশ করতে সক্ষম হয়।
সম্প্রতি তালেবান গেরিলারা হেলমান্দে হামলা জোরদার করেছে এবং গতকাল (রোববার) প্রাদেশিক রাজধানী লশকরগাহের কাছে অবস্থিত নাওয়া এলাকা দখলে নেয়।
এদিকে, গোলযোগপূর্ণ ওই শহরে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটলে এক ডজনের বেশি মানুষ নিহত হয়। হামলায় নিহতদের মধ্যে ১০ জন পুলিশ এবং বাকিরা বেসামরিক ব্যক্তি বলে জানা গেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১০