আশুরার পূর্ব রাতে কাবুলের মাজারে বর্বরোচিত হামলা: নিহত ১৪
https://parstoday.ir/bn/news/world-i22693-আশুরার_পূর্ব_রাতে_কাবুলের_মাজারে_বর্বরোচিত_হামলা_নিহত_১৪
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাজারে জঙ্গি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। শোকাবহ আশুরা উপলক্ষে ধর্মপ্রাণ শিয়া মুসলমানরা যখন ‘কারতে সাখি’ মাজারে সমবেত হয়েছিলেন তখন তাদের ওপর এ বর্বরোচিত হামলা চালানো হয়।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ১২, ২০১৬ ০৬:১০ Asia/Dhaka
  • কাবুল হামলায় আহত এক শিশু
    কাবুল হামলায় আহত এক শিশু

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাজারে জঙ্গি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। শোকাবহ আশুরা উপলক্ষে ধর্মপ্রাণ শিয়া মুসলমানরা যখন ‘কারতে সাখি’ মাজারে সমবেত হয়েছিলেন তখন তাদের ওপর এ বর্বরোচিত হামলা চালানো হয়।

হামলায় ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি জানিয়েছেন, হামলায় অন্তত একজন ঘাতক নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে পুলিশের পোশাক পরে এক ব্যক্তি কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত মাজারটিতে প্রবেশ করে এ হামলা চালায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ঘাতক প্রথমে নিজের হাতে থাকা পিস্তল দিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। এরপর ওই পুলিশ কর্মকর্তার কাছ থেকে একে-৪৭ রাইফেল কেড়ে নিয়ে সমবেত মুসল্লিদের ওপর এলোপাথারি গুলি চালায়।

হামলার সময় আশুরার শোকানুষ্ঠান পালনের জন্য মাজারটিতে শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।

তালেবানসহ আফগানিস্তানের উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো মাঝেমধ্যেই শিয়া মুসলমানদের ওপর পাশবিক হামলা চালায়। গত ২৩ জুলাই কাবুলে বিদ্যুতের দাবিতে আন্দোলনরত শিয়া হাজারা সম্প্রদায়ের এক সমাবেশে ভয়াবহ বোমা হামলায় ৮৪ জন নিহত ও ১৩০ ব্যক্তি আহত হয়েছিলেন।#

পার্সটুডে/এমআই/১২