গত ৯ দিনে আলেপ্পোয় কোনো বিমান হামলা হয়নি: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i24166-গত_৯_দিনে_আলেপ্পোয়_কোনো_বিমান_হামলা_হয়নি_রাশিয়া
‘মানবিক যুদ্ধবিরতি’র আওতায় রাশিয়া বা সিরিয়ার জঙ্গিবিমান গত নয়দিনে সিরিয়ার আলেপ্পো প্রদেশে কোনো হামলা চালায়নি বলে মস্কো ঘোষণা করেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ২৮, ২০১৬ ০৬:৪৯ Asia/Dhaka
  • সিরিয়ার লাত্তাকিয়া প্রদেশের একটি ঘাঁটিতে মোতায়েন একটি রুশ জঙ্গিবিমান (ফাইল ফটো)
    সিরিয়ার লাত্তাকিয়া প্রদেশের একটি ঘাঁটিতে মোতায়েন একটি রুশ জঙ্গিবিমান (ফাইল ফটো)

‘মানবিক যুদ্ধবিরতি’র আওতায় রাশিয়া বা সিরিয়ার জঙ্গিবিমান গত নয়দিনে সিরিয়ার আলেপ্পো প্রদেশে কোনো হামলা চালায়নি বলে মস্কো ঘোষণা করেছে।

সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল একটি পর্যবেক্ষণ গ্রুপ দাবি করেছিল, আলেপ্পো নগরীর কাছে একটি গ্রামে রুশ জঙ্গিবিমানের বোমাবর্ষণে অন্তত ২৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

এ খবরের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, জাতিসংঘ এবং পাশ্চাত্য যেন এমন একটি প্রমাণ উপস্থাপন করে যা দিয়ে বোঝা যায়, আলেপ্পোয় বিমান হামলা এখনো চলছে।

চুরকিন বলেন, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সদিচ্ছার নিদর্শন হিসেবে গত ১৮ অক্টোবর থেকে আলেপ্পোয় যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া ও সিরিয়া। তখন থেকে আলেপ্পো নগরীর ১০ কিলোমিটারের মধ্যে কোনো জঙ্গিবিমান পাঠানো হয়নি।

রুশ রাষ্ট্রদূত বলেন, “আপনাদের কাছে যদি বিমান থেকে ক্ষেপণাস্ত্র বা বোমা হামলা চালানোর খবর থাকে তাহলে সে তথ্যটা আমাদের জানান।” সিরিয়ার চলমান পরিস্থিতি সঠিকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরার জন্যও তিনি পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮