ভূমধ্যসাগরে পৌঁছেছে রুশ নৌবহর (ভিডিও)
https://parstoday.ir/bn/news/world-i24568-ভূমধ্যসাগরে_পৌঁছেছে_রুশ_নৌবহর_(ভিডিও)
সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী যুদ্ধে অংশ নিতে রাশিয়ার একটি নৌবহর ভূমধ্যসাগরে পৌঁছেছে। নৌবহরটির নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেত্‌সভ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০২, ২০১৬ ০৭:২৩ Asia/Dhaka

সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী যুদ্ধে অংশ নিতে রাশিয়ার একটি নৌবহর ভূমধ্যসাগরে পৌঁছেছে। নৌবহরটির নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেত্‌সভ।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই নৌবহরের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। পূর্ব ভূমধ্যসাগরে আগে থেকে মোতায়েন রুশ নৌবাহিনীর সঙ্গে এই নৌবহর যোগ দেবে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে।

নৌবহরে অন্যান্য যুদ্ধজাহাজের পাশাপাশি রয়েছে ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ‘পিয়োত্র ভেলিকি’।

ভিডিও ফুটেজে একটি কেএ-২৭ হেলিকপ্টার এবং মিগ-২৯ ও সুখোই এসইউ-৩৩ জঙ্গিবিমানকে সাগরে চলমান রণতরী থেকে উড্ডয়ন ও অবতরণ করতে দেখা যাচ্ছে। এর আগে গত জুলাইয়ে রাশিয়া জানিয়েছিল, অ্যাডমিরাল কুজনেত্‌সভ ১৫টি সুখোই এসইউ-৩৩ এবং মিগ-২৯ জঙ্গিবিমানের পাশাপাশি প্রায় ১০টি হেলিকপ্টার বহন করতে পারে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২