বিভক্ত আমেরিকা: দম্ভ অনুভব করছেন ট্রাম্প ভক্তরা, হিলারি শিবিরে আতঙ্ক
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয়ের মধ্য দিয়ে আমেরিকা কার্যত দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। ট্রাম্প ভক্তরা দম্ভ অনুভব করছেন এবং তাদের প্রত্যাশাও বিপুল। অন্যদিকে হিলারি ক্লিনটনকে ভোটদাতাদের শিবিরে আতঙ্ক এবং অস্বস্তি বিরাজ করছে। গতকাল প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে।
মতামত জরিপে অংশগ্রহণকারী রিপাবলিকান পার্টির সমর্থকদের ৯৬ শতাংশ বলেছেন, ট্রাম্পের বিজয় তাদের দম্ভকে উসকে দিয়েছে। এ ছাড়া, তাদের প্রত্যাশাকেও বাড়িয়ে দিয়েছে। অবশ্য ছয় থেকে ১০ শতাংশ স্বীকার করেছেন, এ বিজয় অপ্রত্যাশিত ভাবেই এসেছে।
অন্যদিকে ডেমোক্র্যাট পার্টির সমর্থকদের ৯০ শতাংশই স্বীকার করেছেন, নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর তারা অস্বস্তিতে পড়েছেন। দুঃখ পেয়েছেন ৭৭ শতাংশ এবং আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন ৭৬ শতাংশ। এদের ৮৬ শতাংশই বলেছেন, ট্রাম্পের বিজয় তাদের কাছে অপ্রত্যাশিত ছিল।
১২৫৪ জন মার্কিন ভোটারের ওপর চলতি মাসের ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত এ মতামত জরিপ চালানো হয়েছে। নির্বাচনের আগেও একই ব্যক্তিদের ওপর একদফা মতামত জরিপ চালানো হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/২২