যুক্তরাষ্ট্রের টেনেসিতে দাবানলে ১০ জনের প্রাণহানি
https://parstoday.ir/bn/news/world-i27250-যুক্তরাষ্ট্রের_টেনেসিতে_দাবানলে_১০_জনের_প্রাণহানি
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ১০ জন নিহত ও ৮০ জনের বেশি লোক আহত হয়েছে। টেনেসির গভর্নর বিল হাসলাম এ দাবানলকে তার অঙ্গরাজ্যের প্রায় ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৬ ০৮:০৫ Asia/Dhaka
  • গ্যানলিনবার্গ শহর থেকে ন্যাশনাল পার্কের  দাবানল দেখছেন একজন অধিবাসী
    গ্যানলিনবার্গ শহর থেকে ন্যাশনাল পার্কের দাবানল দেখছেন একজন অধিবাসী

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ১০ জন নিহত ও ৮০ জনের বেশি লোক আহত হয়েছে। টেনেসির গভর্নর বিল হাসলাম এ দাবানলকে তার অঙ্গরাজ্যের প্রায় ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত এ দাবানলে অন্তত ৮০ জন মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছে এবং এখনো বহু লোক নিখোঁজ রয়েছে। স্মোকি পর্বতমালার ন্যাশনাল পার্ক এবং এর নিকটবর্তী গ্যানলিনবার্গ শহর এ দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত কয়েকদিন ধরে আগুন নেভানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ পর্যন্ত ৭০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে এবং অন্তত ১৪,০০০ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছে। আগুনে আমেরিকার সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণকারী ন্যাশনাল পার্কের ১৭,০০০ একর জমির গাছ ও শষ্য পুড়ে গেছে।

পার্কটির সুপারিন্টেন্ডেন্ট ক্যাসিয়াস ক্যাশ জানিয়েছেন, গত সপ্তাহে যে আগুনের সূত্রপাত হয়েছে তা ‘সম্ভবত মানুষের হাতেই’ লেগেছিল। এরপর প্রবল বাতাস ও বজ্রপাতের কাণে রোব ও মঙ্গলবারের মধ্যে আগুনে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২