ভূমধ্যসাগরে রুশ এসইউ-৩৩ জঙ্গিবিমান বিধ্বস্ত
-
বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎসভে একটি সুখোই এসইউ-৩৩ জঙ্গিবিমান নামার চেষ্টা করছে (ফাইল ফটো)
ভূমধ্যসাগরের সিরিয়া উপকূলে রুশ বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎসভে নামতে গিয়ে একটি সুখোই এসইউ-৩৩ জঙ্গিবিমান বিধ্স্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে যেতে সক্ষম হন।
সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জাহাজে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে বিমানটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, দু ইঞ্জিনবিশিষ্ট বিমানটি নামার সময় অ্যারেস্টিং ক্যাবল ছিড়ে গেলে সেটি জাহাজের পাটাতন থেকে ছিঁটকে বাইরে পড়ে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, বিমান দুর্ঘটনাটি সিরিয়ায় রুশ সামরিক অভিযানে কোনো প্রভাব ফেলবে না।
গত মাসে একই জাহাজে রাশিয়ার একটি মিগ-২৯ বিমান নামতে গিয়ে বিধ্স্ত হয়েছিল। সে দুর্ঘটনায়ও পাইলটকে নিরাপদে উদ্ধার করা সমম্ভব হয়। প্রশিক্ষণ মিশনে অংশ নেয়া বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল বলে সে সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬