চীনের সামুদ্রিক রেশম পথ প্রকল্পের প্রতি পুরো সমর্থন দিল শ্রীলংকা
https://parstoday.ir/bn/news/world-i32565-চীনের_সামুদ্রিক_রেশম_পথ_প্রকল্পের_প্রতি_পুরো_সমর্থন_দিল_শ্রীলংকা
শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথিরিপালা সিরিসেনা আজ (মঙ্গলবার) চীনের উচ্চাভিলাষী সামুদ্রিক রেশম পথ বা এমএসআর প্রকল্পের প্রতি পুরোপুরি সমর্থন ব্যক্ত করেছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পাঠানো বার্তায় এ সমর্থন জানান তিনি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০১৭ ০০:১৯ Asia/Dhaka
  • শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথিরিপালা সিরিসেনা
    শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথিরিপালা সিরিসেনা

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথিরিপালা সিরিসেনা আজ (মঙ্গলবার) চীনের উচ্চাভিলাষী সামুদ্রিক রেশম পথ বা এমএসআর প্রকল্পের প্রতি পুরোপুরি সমর্থন ব্যক্ত করেছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পাঠানো বার্তায় এ সমর্থন জানান তিনি।

বার্তায় তিনি আরো বলেন, চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ শ্রীলংকা। প্রাচীনকালের সামুদ্রিক রেশম পথ এবং 'বেল্ট অ্যান্ড রোড'র ভিত্তিতে নেয়া উদ্যোগের মধ্যদিয়ে দেশ দু’টির সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের সূচনা ঘটবে বলেও আশা করেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরে বলা হয়েছে, এমএসআর নিয়ে মারাত্মক উদ্বেগে পড়েছে নয়াদিল্লি। এ প্রকল্পের মাধ্যমে কৌশলগত ভারত মহাসাগরে চীনের সক্রিয় তৎপরতা বাড়বে। ভারতের কাছাকাছি এলাকায় চীনের সম্ভাব্য তৎপরতার প্রভাব নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি।#

পার্সটুডে/মূসা রেজা/৭