সৌদির কাছে দ্বীপ বিক্রি করবে মালদ্বীপ, বিরোধীদের হুঁশিয়ারি: উদ্বেগে ভারত
https://parstoday.ir/bn/news/world-i33904-সৌদির_কাছে_দ্বীপ_বিক্রি_করবে_মালদ্বীপ_বিরোধীদের_হুঁশিয়ারি_উদ্বেগে_ভারত
রাজতান্ত্রিক সৌদি আরবের কাছে একটি প্রবাল দ্বীপ বিক্রির বিরুদ্ধে মালদ্বীপ সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে দেশটির বিরোধী মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টি বা এমডিপি। দলটি বলেছে, ফাফু দ্বীপ বিক্রি করা হলে তার জন্য সরকারকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৪, ২০১৭ ০০:৩৬ Asia/Dhaka
  • ফাফু প্রবাল দ্বীপ
    ফাফু প্রবাল দ্বীপ

রাজতান্ত্রিক সৌদি আরবের কাছে একটি প্রবাল দ্বীপ বিক্রির বিরুদ্ধে মালদ্বীপ সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে দেশটির বিরোধী মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টি বা এমডিপি। দলটি বলেছে, ফাফু দ্বীপ বিক্রি করা হলে তার জন্য সরকারকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।

সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ নজিরবিহীন এক সফরে চলতি মাসে মালদ্বীপ যাবেন। বর্তমানে তিনি ইন্দোনেশিয়া রয়েছেন। এশিয়া সফরের শুরুতে তিনি মালয়েশিয়া যান এবং পরে তিনি ব্রুনাই, জাপান, চীন ও মালদ্বীপ সফর করবেন।

এমডিপি শুক্রবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আবদুল গাইয়ুমের সরকার যদি সৌদি আরবের কাছে ফাফু প্রবাল দ্বীপ বিক্রি করে তাহলে মালদ্বীপে সৌদি আরবের ওয়াহাবি মতবাদ ছড়িয়ে পড়বে। ফাফু হচ্ছে মালদ্বীপের ২৬টি প্রবাল দ্বীপের অন্যতম।

এমডিপির সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম বলেন, মালদ্বীপ সরকার জনমতকে মোটেই সহ্য করতে পারছে না। তিনি আরো বলেন, আগের দিনগুলোতে বিদেশিদের কাছে জমি বিক্রি করা ছিল রীতিমতো দেশদ্রোহের শামিল এবং মৃত্যুদণ্ড ছিল তার শাস্তি।

২০১৫ সালে মালদ্বীপ সরকার সাংবিধানিক সংশোধনী আনে এবং এর ফলে দেশটিতে বিদেশি নাগরিকরা জমি কিনতে পারে।

এদিকে, ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া বলেছে, সৌদি আরবের কাছে সম্ভাব্য দ্বীপ বিক্রির ঘটনায় উদ্বেগে পড়েছে ভারত। নয়াদিল্লি মনে করছে- এ ঘটনা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ডেকে আনবে। পত্রিকাটি আরো বলেছে, ভারত সরকার মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করতে ইচ্ছুক নয় তবে আগামী বছর মালদ্বীপে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দিল্লি একটি অবস্থান গ্রহণ করবে। মালদ্বীপ হচ্ছে ভারতের একমাত্র প্রতিবেশী দেশ যেখানে সফরে যান নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩