কলম্বিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২২৯ জনের মর্মান্তিক প্রাণহানি
https://parstoday.ir/bn/news/world-i35490-কলম্বিয়ায়_আকস্মিক_বন্যা_ও_ভূমিধসে_অন্তত_২২৯_জনের_মর্মান্তিক_প্রাণহানি
ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২২৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ০২, ২০১৭ ০৫:১২ Asia/Dhaka
  • পাহাড় থেকে নেমে আসা ঢলে বিধ্বস্ত জনপদের একাংশ (হেলিকপ্টার থেকে নেয়া ছবি)
    পাহাড় থেকে নেমে আসা ঢলে বিধ্বস্ত জনপদের একাংশ (হেলিকপ্টার থেকে নেয়া ছবি)

ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২২৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পুতুমায়ো প্রদেশের এ ঘটনায় আরো অন্তত ১৯০ ব্যক্তি আহত হয়েছে এবং প্রায় ৪০০ মানুষ নিখোঁজ রয়েছে।

শুক্রবার রাতে কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে প্রদেশের নদীগুলোর পানি উপচে দুকূল প্লাবিত হয়। নদীর দুই তীরের ঘরবাড়ি মাটি ও কাদায় ভরে যায়।  পাহাড় থেকে নেমে আসা এই মাটি-কাদায় চাপা পড়েই মূলত হতাহতের ঘটনা ঘটে। কলম্বিয়ার ইকুয়েডর সীমান্তবর্তী মোকোয়া শহর এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেসিডেন্ট স্যান্তোস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং উদ্ধারকাজে সেনাবাহিনী নামানো হয়েছে। একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় হাসপাতালগুলোতে আহত ব্যক্তিদের স্থান দেয়া সম্ভব হচ্ছে না।  আকস্মিক বন্যা কবলিত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২