দায়েশবিরোধী লড়াইয়ে প্রয়োজনে গোটা ফিলিপাইনে সামরিক আইন জারি: দুতের্তে
মে ২৫, ২০১৭ ১২:০৫ Asia/Dhaka
-
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গোটা দেশকে সামরিক আইনের আওতায় আনা হতে পারে। এর আগে দেশটির গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে সামরিক শাসন জারি করা হয়েছিল। দায়েশকে অনেকেই আইএসআইএস, আইএসআইএল বা আইএস বলে থাকেন।
রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, লুজনে আইএসআইএসের উত্থান ঘটেছে এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তা হলে গোটা ফিলিপাইনে সামরিক শাসন জারি করা হবে। ফিলিপাইনের মানুষকে রক্ষার জন্য দেশটিতে সামরিক শাসন জারি করা হতে পারে বলেও জানান তিনি।
ফিলিপাইনের সরকারি বাহিনীর সঙ্গে উগ্রবাদী সন্ত্রাসীদের প্রচণ্ড সংঘর্ষের পর গত মঙ্গলবার মিন্দানাও দ্বীপপুঞ্জে সামরিক আইন জারি করা হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/২৫
ট্যাগ