২৬৩ দিনে ১,৩১৮টি মিথ্যা দাবি করেছেন ট্রাম্প: জরিপ
https://parstoday.ir/bn/news/world-i47283-২৬৩_দিনে_১_৩১৮টি_মিথ্যা_দাবি_করেছেন_ট্রাম্প_জরিপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ২৬৩ দিনের ক্ষমতার মেয়াদকালে ১,৩১৮টি মিথ্যা দাবি করেছেন বলে এক জরিপ ফলাফলে জানা গেছে। এ থেকে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি ধারণা করছে যে, এক বছরের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের মিথ্যা দাবি ও বিবৃতির সংখ্যা দু হাজার ছাড়িয়ে যাবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১০, ২০১৭ ২০:১৯ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ট্রাম্প
    প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ২৬৩ দিনের ক্ষমতার মেয়াদকালে ১,৩১৮টি মিথ্যা দাবি করেছেন বলে এক জরিপ ফলাফলে জানা গেছে। এ থেকে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি ধারণা করছে যে, এক বছরের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের মিথ্যা দাবি ও বিবৃতির সংখ্যা দু হাজার ছাড়িয়ে যাবে।

ওয়াশিংটন পোস্ট আজ (মঙ্গলবার) বলেছে, বক্তব্য-বিবৃতি দেয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভেতরে সর্বোচ্চ মাত্রায় গিয়ে কথা বলার প্রবণতা রয়েছে এবং সেখান থেকে মিথ্যাগুলো তৈরি হয়। জরিপে বলা হচ্ছে- প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিন গড়ে পাঁচটি মিথ্যা বলেছেন এবং লক্ষ্য করার বিষয় হচ্ছে যে, তার এই মিথ্যা বলার প্রবণতা গত ছয় মাসে বেড়েছে।

বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

জরিপ ফলাফলে দেখা গেছে- ডোনাল্ড ট্রাম্প তার ট্যাক্স পরিকল্পনা ও ট্যাক্স কাটছাঁট করার বিষয়ে মিথ্যা বলেছেন। তেমনি মিথ্যা বলেছেন, ঘূর্ণিঝড় মারিয়া নিয়ে, মিথ্যা বলেছেন জাতীয় ফুটবল লীগ নিয়ে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কেও তিনি মিথ্যা কথা বলেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০