ইরানে ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহে মার্কিন নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/world-i48465-ইরানে_ভূমিকম্প_ক্ষতিগ্রস্তদের_জন্য_তহবিল_সংগ্রহে_মার্কিন_নিষেধাজ্ঞা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি প্রদেশে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য অনলাইনে তহবিল সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। প্রবাসী ইরানিরা এ তহবিল যোগাড়ের চেষ্টা করছিলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১৬, ২০১৭ ১৭:৩৭ Asia/Dhaka
  • ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতায় ইরানের রেড ক্রিসেন্ট কর্মী
    ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতায় ইরানের রেড ক্রিসেন্ট কর্মী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি প্রদেশে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য অনলাইনে তহবিল সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। প্রবাসী ইরানিরা এ তহবিল যোগাড়ের চেষ্টা করছিলেন।

আমেরিকার ডেট্রয়েট শহরে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত নাগরিক ডাক্তার তোহিদ নাজাফি আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তিনি নিজে ফেইসবুকে একটি পেইজ খুলেছিলেন কিন্তু মার্কিন অর্থ মন্ত্রণালয় তা ব্লক করে দিয়েছে।

নাজাফি আগামী মাসের মধ্যে এক লাখ ১০ হাজার ডলার সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছিলেন। ফেইসবুকে পেইজ খোলার প্রথম দিনেই তিনি ১৫ হাজার ডলার সংগ্রহ করতে সক্ষম হয়েছেন বলে জানান ডাক্তার তোহিদ। পরদিন সকালে ৮০ হাজার ডলার এবং বুধবার পর্যন্ত দুই লাখ ডলার জমা হয়েছে। কিন্তু মার্কিন সরকারের  নেতিবাচক পদক্ষেপের কারণে এখন এ তহবিল ইরানে পাঠানো সম্ভব হবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্ণো সহায়তা প্রস্তুত করা হচ্ছে

তহবিল সংগ্রহের জন্য ফেইসবুকে পেইজ খোলার প্রথম দিনেই ডাক্তার তোহিদকে বলা হয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না নেয়া পর্যন্ত তিনি সংগৃহীত অর্থ ইরানে পাঠাতে পারবেন না।

ভূমিকম্পে বিধ্বস্ত বাড়ির সামনে বসে আছে কেরমানশাহ শহরের এক শিশু

ডাক্তার তোহিদের উদ্যোগের পরপরই নিউ ইয়র্কে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত সাংবাদিক তারা ক্যাঙ্গারলু ফেইসবুকে নতুন একটি পেইজ খুলে সাহায্যের আবেদন জানান এবং আধা ঘণ্টার মধ্যে দু হাজার ডলার জমা হয়। কিন্তু তাকেও একই বাধার মুখে পড়তে হয়েছে। তাকে বলা হয়েছে, "আপনি যে দেশের জন্য তহবিল সংগ্রহ করছেন তা অবরুদ্ধ এলাকার মধ্যে পড়ে।"

সর্বশেষ খবর অনুযায়ী, ইরানের সাম্প্রতিক ভূমিকম্পে ৪৩২ জন নিহত ও নয় হাজার ৩৮৮ জন আহত হয়েছেন। এছাড়া, ১২ হাজার ঘর-বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬