নভেম্বর ২৫, ২০১৭ ০২:৩০ Asia/Dhaka
  • বারাক ওবামা
    বারাক ওবামা

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যা প্রচেষ্টার জন্য টেক্সাসের এক নারীকে অভিযুক্ত করা হয়েছে। চিঠির ভেতরে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে এ নারী ২০১৬ সালে ওবামা এবং টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গেগ্র অ্যাবোটকে গুপ্তহত্যার প্রচেষ্টা চালিয়েছিলেন।

ওই ঘটনায় বৃহস্পতিবার জুলিয়া পফ নামের এ নারীকে অভিযুক্ত করা হয়েছে। মামলার কৌঁসুলিরা বলেছেন, ঘরে তৈরি বোমাভর্তি ওই চিঠি যদি খোলা হতো তাহলে ওবামা ও অ্যাবোট আহত কিংবা নিহত হতে পারতেন।  

জুলিয়া পফ

জুলিয়া পফ নামের ৪৬ বছর বয়সী এ নারী আর্থিক সংকট ও সাবেক প্রেসিডেন্টের প্রতি ঘৃণা থেকে ওবামাকে বোমা হামলার মাধ্যমে হত্যা কিংবা আহত করতে চেয়েছিলেন। মামলার তদন্তকারীরা বলেছেন, বারাক ওবামাকে হত্যার জন্য মোবাইল ফোন, সিগারেটের প্যাকেট এবং সালাদ ড্রেসিং ক্যাপে করে বিস্ফোরক পাঠিয়েছিলেন তিনি। তবে হোয়াইট হাউজে স্ক্রিনিং করার সময় বোমা শণাক্ত করা হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪  

 

ট্যাগ