লিবিয়ার বেনগাজিতে মসজিদের সামনে বিস্ফোরণে নিহত ৩৩, আহত ৫০
https://parstoday.ir/bn/news/world-i51857-লিবিয়ার_বেনগাজিতে_মসজিদের_সামনে_বিস্ফোরণে_নিহত_৩৩_আহত_৫০
লিবিয়ার বেনগাজি শহরে পর পর দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। গতরাতে বেনগাজি শহরের একটি মসজিদের সামনে কয়েক মিনিটের ব্যবধানে দু'টি গাড়িবোমা বিস্ফোরিত হয়। 
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৮ ১৩:০৫ Asia/Dhaka
  • লিবিয়ার বেনগাজিতে মসজিদের সামনে বিস্ফোরণে নিহত ৩৩, আহত ৫০

লিবিয়ার বেনগাজি শহরে পর পর দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। গতরাতে বেনগাজি শহরের একটি মসজিদের সামনে কয়েক মিনিটের ব্যবধানে দু'টি গাড়িবোমা বিস্ফোরিত হয়। 

বেনগাজির আল সোলাইমানি এলাকার একটি মসজিদের কাছে প্রথম গাড়িবোমা হামলা চালানো হয়। সে সময় মসজিদ থেকে নামাজ শেষে বের হচ্ছিলেন মুসল্লিরা। এর কয়েক মিনিট পরেই রাস্তার অপর পাশে আরও একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।

স্থানীয় আল জালা হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকজন সেনা সদস্য এবং বেসামরিক নাগরিক ওই হামলায় নিহত হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।

জাতিসংঘ ওই হামলার নিন্দা জানিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪