বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্রই তিনি পরিচিতি লাভ করেছেন।
তাকে বিশ্বের সমকালীন শ্রেষ্ঠ তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪২ সালের ৮ জানুয়ারি তিনি ব্রিটেনের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন।
২১ বছর বয়স থেকেই তিনি দুরারোগ্য মটর নিউরন রোগে ভুগছিলেন। শারীরিকভাবে প্রায় পুরোপুরি অচল হওয়া সত্ত্বেও বহু বছর ধরে তিনি তার গবেষণা কার্যক্রম সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন।
হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক হিসেবে ২০০৯ সালে অবসর নেন। হকিং প্রথম জীবনে সাধারণ আপেক্ষিকতায় সিংগুলারিটি সংক্রান্ত তত্ত্ব দেন।
এছাড়া হকিং প্রথম অনিশ্চয়তার তত্ত্ব ব্ল্যাক হোল-এর ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখান যে ব্ল্যাক হোল থেকে বিকিরিত হচ্ছে কণা প্রবাহ। এই বিকিরণকে এখন হকিং বিকিরণ নামে অভিহিত করা হয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪