মিয়ানমারের শান রাজ্যে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৯
মিয়ানমারের চীন সীমান্তের শান রাজ্যে আজ (শনিবার) সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অন্তত চার সদস্য রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল। সেনাবাহিনী ও স্থানীয় সূত্রগুলো এ কথা জানিয়েছে।
বিদ্রোহী সংগঠন তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিএনএলএ'র সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর এ সংঘর্ষ হয়। মিয়ানমারের উত্তরাঞ্চলে অধিকতর স্বায়ত্বশাসনের দাবিতে যে কয়েকটি সশস্ত্র সংগঠন দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই করছে এটি তার অন্যতম। টিএনএলএ’র মুখপাত্র মেজর মাই আইক কিয়াউ বলেন, আজ ভোর পাঁচটা থেকে লড়াই শুরু হয়েছে। মুসের দুটি সামরিক ঘাঁটি ও সাশিও শহরে যাওয়ার একটি সেতুর কাছে লড়াই হচ্ছে।
মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, চীন সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে সংঘর্ষ বেড়ে গেছে। মিয়ানমার সরকার ওই অঞ্চলের জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। তবে সেই নির্যাতন-নিপীড়ন রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্মমতার সঙ্গে তুলনাযোগ্য কিনা তা স্পষ্ট নয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২