গভীর সংকটে শ্রীলঙ্কা: প্রেসিডেন্টের নির্দেশ অমান্য করলেন বহিষ্কৃত প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i65386-গভীর_সংকটে_শ্রীলঙ্কা_প্রেসিডেন্টের_নির্দেশ_অমান্য_করলেন_বহিষ্কৃত_প্রধানমন্ত্রী
গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করলেও তিনি ক্ষমতা ছাড়তে এবং সরকারি বাসভবন থেকে চলে যেতে রাজি না হওয়ায় সংকট গভীর হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ২৮, ২০১৮ ১৯:৩১ Asia/Dhaka
  • বহিষ্কৃত প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে
    বহিষ্কৃত প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে

গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করলেও তিনি ক্ষমতা ছাড়তে এবং সরকারি বাসভবন থেকে চলে যেতে রাজি না হওয়ায় সংকট গভীর হয়েছে।

বিক্রমাসিংহে আজ (রোববার) প্রেসিডেন্টের নির্দেশ অমান্য করে সরকারি বাসভবনে অবস্থান করেন এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি ক্রাইসিস মিটিংয়ে বসেন। এ সময় তার বাসভবনের সামনে হাজার হাজার সমর্থক জড়ো হয়।  

গত শুক্রবার প্রেসিডেন্ট সিরিসেনা প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। বহিষ্কৃত প্রধানমন্ত্রী বলেছেন, তার বিরুদ্ধে দেয়া প্রেসিডেন্টের আদেশ অবৈধ এবং তিনি জাতীয় সংসদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানাচ্ছেন।

মাহিন্দা রাজপাকসে

বিক্রমাসিংহে বলছেন, সংসদে তিনি প্রমাণ করবেন যে, তার পক্ষে এখনো সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে। দেশটির সংসদ স্পিকারও আজ (রোববার) বলেছেন, তিনি এখনো রণিল বিক্রমাসিংহেকে দেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করেন।

রণিল বিক্রমাসিংহের দাবি উপেক্ষা করে প্রেসিডেন্ট সিরিসেনা প্রায় তিন সপ্তাহের জন্য জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। এ অবস্থাকে দেশটির কোনো কোনো পত্রিকা সংবিধানিক ক্যু বলে মন্তব্য করেছে। রাজাপাকসের সঙ্গে চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় কিছুটা অস্বস্তিতে রয়েছে ভারত।#

পার্সটুডে/এসআইবি/২৮