দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণ বন্ধ করতে হবে: আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i65693-দক্ষিণ_চীন_সাগরকে_সামরিকীকরণ_বন্ধ_করতে_হবে_আমেরিকা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ভাষায় বলেছেন, দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে বেইজিং যে নীতি অনুসরণ করছে তা পরিবর্তন করতে হবে। একইসঙ্গে তিনি দক্ষিণ চীন সাগরকে সামিরকীকরণ করা থেকে বিরত থাকতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১০, ২০১৮ ১৩:৪৬ Asia/Dhaka
  • চীন ও মার্কিন কর্মকর্তাদের বৈঠক
    চীন ও মার্কিন কর্মকর্তাদের বৈঠক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ভাষায় বলেছেন, দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে বেইজিং যে নীতি অনুসরণ করছে তা পরিবর্তন করতে হবে। একইসঙ্গে তিনি দক্ষিণ চীন সাগরকে সামিরকীকরণ করা থেকে বিরত থাকতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল (শুক্রবার) ওয়াশিংটনে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মাইক পম্পেও এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও উপস্থিত ছিলেন।

মাইক পম্পেও বলেন, “দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিকীকরণ তৎপরতার বিষয়ে আমরা আমাদের উদ্বেগ জানানো অব্যাহত রেখেছি। ওই এলাকা নিয়ে চীনের প্রতিশ্রুতি থেকে সরে আসার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছি আমরা।”

দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করছে চীন

দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকার ওপর একক সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। এ সাগর দিয়ে বছরে অন্তত পাঁচ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চলে। তবে ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান, ব্রুনাই ও ভিয়েতনাম এ সাগরের মালিকানা দাবি করে।#

পার্সটুডে/এসআইবি/১০