কঙ্গোতে জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী গেরিলাদের বিরুদ্ধে যৌথ অভিযানের সময় জাতিসংঘের আট শান্তিরক্ষী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। বেনি শহরের কাছে এ সংঘর্ষ হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এসব তথ্য জানিয়েছে।
জাতিসংঘ নিরাপত্ত পরিষদ জানিয়েছে, কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চলাকালে প্রতিপক্ষের হামলায় নিহত আট শান্তিরক্ষীর একজন তাঞ্জানিয়ার নাগরিক। অপর সাত জন মালাউই'র নাগরিক। বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে কঙ্গোর নিরাপত্তা বাহিনীও অংশ নিয়েছিল।
প্রায় এক বছর আগেও বিদ্রোহীদের হামলায় কঙ্গোতে ১৫ সৈন্য নিহত হয়েছিল। ওই ঘটনার পর এসব শান্তিরক্ষীর মৃত্যু কঙ্গোতে জাতিসংঘ বাহিনীর সবচেয়ে বড় ক্ষতি।
কঙ্গোতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘ মিশনের শান্তিরক্ষী বাহিনীর সহকারি প্রধান জেনারেল বার্নাড কমিন্স বৃহস্পতিবার বলেছেন, অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স বা এডিএফ নামের বিদ্রোহী সংগঠনের বিরুদ্ধে মঙ্গলবার থেকে কঙ্গো সেনাবাহিনীর সহযোগিতায় একটি যৌথ অভিযান শুরু হয়েছে। এডিএফ কঙ্গোতে বেসামরিক মানুষ হত্যায় জড়িত বলে অভিযোগ রয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন